সাহিত্য ও কবিতা

ক্রসফায়ার/পুলক বড়ুয়া

ভাইরাস করোনার বিরুদ্ধে কবিতা / পুলক বড়ুয়া
ক্রসফায়ার/পুলক বড়ুয়া

আমাদের নূতন মৃত্যুর নাম করোনা
আমাদের নূতন যুদ্ধের নাম করোনা
করোনা কাউকে ছাড়ে না
করোনা কাউকে ক্ষমা করে না
করোনাকে যুঝে জিনে নিতে হয়
আমাদের সর্বশেষ মৃত্যুর নাম করোনা
আমাদের অবাক মৃত্যুর নাম করোনা
সময় তার আয়ুকে গ্রহণ করেছে
সময় তার আয়ুকে বহন করছে
জনারণ্য তার প্রিয় স্থান
মানুষকে সে হত্যা করতে ভালোবাসে
সে অজ্ঞাতনামা নয়
সে আততায়ী নয়
সে বন্দুকধারী নয়
তবু সে গুপ্ত ঘাতক

আমি চাই
সাদা এপ্রন পরা কেউ এসে তাকে নিয়ে যাক
আমি চাই
সাদা পোশাকধারীরা কেউ এসে তাকে নিয়ে যাক
কেউ তাকে গুম করুক, ক্রসফায়ার

সে যেন আর ফিরে না আসে !

 


সংবাদটি শেয়ার করুন