কোটি ছাড়িয়ে গেলো! |||| বিশ্বজিৎ মানিক
করোনার করাল থাবায় – সারাবিশ্ব সঙ্কিত
এক কোটি চার লক্ষ লোক – করোনায় আক্রান্ত।
এ যাবৎ পাঁচ লক্ষ আট হাজার জন – মৃত্যু বরণ করে
এক লক্ষ আটাশ হাজার লোক – যুক্তরাষ্ট্রেই মরে।
আমার দেশের মৃত্যু সংখ্যা – সতেরো’শ তিরাশি
আক্রান্ত হয় – এক লক্ষ একচল্লিশ হাজারের বেশি।
জুন মাসের ত্রিশ তারিখ – মঙ্গলবার দিন
অদ্যাবধি নেই কোন – করোনার ভেকসিন।
চিনদেশে জন্ম নিয়ে – বিশ্বব্যাপী ছড়ায়
আর কতো প্রাণ, নিয়ে যাবে – মহামারী করোনায়?
চীনারা যদি, মৃত্যু মিছিল – থামিয়ে দিতে পারে
সারাবিশ্বে তবে কেন – মৃতের সংখ্যা বাড়ে?
সকল জেলায় আজও কিন্তু – পরীক্ষার নেই সুযোগ
এ কারণেই বাড়ছে ক্রমে – জনগণের দুর্ভোগ।
নমুনা পরীক্ষাতেই নাকি – দশদিন সময় লাগে
হাট বাজারে যাচ্ছে সবাই – ফল জানার আগে।
দশদিন পরে, যখন জানে – পজিটিভ তার ফল
ততদিনে সংক্রমিত হয় – পরিবারের সকল।
সব জেলাতেই হতো যদি – পরীক্ষাগার স্থাপন
সেম্পুল দিতে যেতো সবাই – সন্দেহ হয় যখন।
শত দিবস পেরিয়ে গেলো – সনাক্তের পরে
প্রতি দিনই কতো মানুষ – মরছে অকাতরে।
মানুষের জীবন নিয়ে – চলছে কতো খেলা
হাসপাতালের সামনে বসে – অসহায়দের মেলা।
প্রতারকদের শ্রেণী একটি – তৈরী হয়ে গেছে
মিছামিছি সনদ নাকি – রোগীর কাছে বেচে।
সরকারি হাসপাতালে ধরে – সীমিত সংখ্যক রোগী
প্রাইভেটে গিয়ে আবার – হচ্ছে ভুক্তভোগী।
বেসরকারি হাসপাতালের বিল – যত ইচ্ছে তত
পরিশোধের কালে মানুষ – ভুগছে অবিরত।
সরকারের উচিত তাতে – নজরদারি করা
এই নিবেদন করছে সবাই – ভুক্তভোগী যারা।
দিশেহারা হচ্ছে আজ – স্বাস্থ্য কর্মীর দল
ঝুঁকি নিয়েও করছে তারা – মানুষের মঙ্গল।
করতে সেবা অকাতরে – বিলিয়ে দিচ্ছে প্রাণ
হৃদয়পটে থাকবে তারা – চিরকাল অম্লান।
৩০/০৬/২০২০ খ্রিস্টাব্দ।
সিএ/এসএস
সর্বশেষ সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন