ফিচার্ড সাহিত্য ও কবিতা

“বানান অনেক ভুল” |||  ইফতেখার ফয়সাল

“বানান অনেক ভুল” |||  ইফতেখার ফয়সাল

আজ বিকেলে যে ছেলেটা যৌন আকাঙ্ক্ষায়
প্রেমিকার স্তন ছুয়ে এসেছে।সন্ধ্যার পর সে
ছেলেটা খুব যত্ন করে একটা নারীবাদী স্ট্যাটাস
দিবে, বুঝাতে চাইবে নারীদের সম্মান সব
কিছুর ঊর্ধ্বে।সেখানে কিছু মেয়ের ‘love’
রিএক্টএর মধ্যে তাঁর প্রেমিকার একটা
‘ha ha’ রিএক্ট থাকবে।

কিছুক্ষণ আগে যে ছেলেটা বিশাল আকারের
ধর্মিও পোস্ট দিয়েছে।গভীর রাতে সে এখন

ভীষণ ভাবে পর্ণ ভিডিও নেশায় মগ্ন।


যে ছেলেটার মুখে আমি হালাল হারামের গল্প
শুনেছি, ঠিক সেই ছেলেটার মুখে আয়েশ করে
পতিতালয়ে রাত কাটানোর গল্পও শুনেছি

“দোস্ত কাল রাতেরটা অনেক জোশ ছিলো”।


যে হারামিটা রোজ রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়ে
দেখলে কচি মাল বলে সম্বোধন করে। তাঁর
মাথায় একবারও আসেনা, সেও দশমাস যত্ন
করে কোন নারীর গর্ভে ছিলো। তাঁর ঘরেও বোন
আছে, ভবিষ্যৎএ হারামিটা কোন মেয়ের বাবা

হতে পারে।


বিয়ের আগে যখন একটি মেয়ে প্রেগন্যান্ট হয়,
পুরো দুনিয়া মেয়েটির বিপরীত চলে যায়। সব
দোষ তাঁর উপর চাপিয়ে দেওয়া হয়,আপন
মানুষ গুলো পর্যন্ত মেয়েটির মৃত্যু কামনা করতে
থাকে।কি অদ্ভুত, মেয়েটি প্রেগন্যান্ট হওয়ার
পিছনে পুরুষ নামের একটা জানোয়ারের
কতটা নংরামি জড়িয়ে আছে, কতটা
অসহায়ত্বের পর একটা জানোয়ারের হাতে
নিজেকে বিলিয়ে দিয়েছে এই খবরটা কেউ
জানতে চায়না কেউনা।আচ্ছা আমাদের দেশে
এমন কয়টা মেয়ে আছে, যে কখনো যৌন

হয়রানির স্বীকার হয়নি???


ছেলেটা যে দিন মেয়েটির প্রথম হাত ধরে,মেয়েটি
লজ্জায় গুটিসুটি হয়ে অন্য দিকে মুখ ফিরিয়ে নেয়।
কিছু দিন পর ভালোবাসার প্রমাণ রাখতে গিয়ে
কুমারী মেয়েটি সরিলের সব জামাকাপড় খুলতে
হয় ছেলেটার কাছে। কুমারীত্ব হারিয়ে যায়
ভালোবাসার আড়ালে।ভালোবাসার অধিকারের
নামে দিনের পরদিন ধর্ষিতা হওয়া মেয়েটির লাশ
একদিন সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকে।
আহা…….বোকা মেয়ে গুলো কেন বুঝতে চায়না।
স্তন ছুয়ে দেওয়া ছেলেটা কোন প্রেমিক পুরুষ নয়,
সে তো এক বিষাক্ত ক্রিয়া।ভদ্রতার আড়ালে
মুখোষ পরা ছেলে গুলো কেন বুঝেনা ভালোবাসা

শুধু কাপড় খুলার মধ্যে সীমাবদ্ধ নয়।..



ভাষা অতিক্রম করার জন্য দুঃখিত।
নারী শুধু ভোগের বস্তু নয়, নারী মা বোন
মেয়ে।তাদের ইজ্জত করতে শিখুন।
( ইফতেখার ফয়সাল )


সংবাদটি শেয়ার করুন