কানাডার সংবাদ

কোভিড -১৯ এ আগামীতে ক্যানাডায় কি হবে একটি মডেলিং পর্যবেক্ষণ

কোভিড -১৯ এ আগামীতে ক্যানাডায় কি হবে একটি মডেলিং পর্যবেক্ষণ

কানাডার চিফ পাবলিক হেলথ অফিসার ড: থেরেসা ট্যাম  এবং তার সহযোগী ডাঃ হাওয়ার্ড এনজু আজ ৪ জুন নতুন কোভিড -১৯ এর আগামীতে ক্যানাডায় কি হবে এমন মডেলিং পরিসংখ্যান এর ব্রিফিংয়ে উল্লেখ করেন যে, কানাডায় আগামী ১৫ ই জুনের মধ্যে কোভিড -১৯ এ  ৯৭,৯৯০ থেকে ১০৭,৪৫৪ মানুষ কোভিড -১৯এ আক্রান্ত হতে পারে  এবং একই সময়ের মধ্যে ৭,৭০০ থেকে ৯,৪০০ কোভিড -১৯ মানুষ মারা যেতে পারে। ট্যাম ও এনজু আরও জানান, গত ১৪ দিনে  কোভিড -১৯ ক্যানাডায় মোট আক্রান্ত রোগীর মধ্যে 90% বেশি আক্রান্ত হয়েছে অন্টারিও এবং ক্যুইবেকে ।

ক্যানাডার মধ্যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, উত্তর-পশ্চিম অঞ্চল এবং ইউকনে কোনও সংক্রমণ ঘটেনি এবং নুনাভাতে আজ পর্যন্ত কোন সংক্রমণের খবর পাওয়া যায়নি। ক্যানাডায় মোট মৃত্যুর সংখ্যার মধ্যে ৯৪ শতাংশই ৬০ বা তার বেশি বয়সের। ৬০ বা তার বেশি বয়সের বয়সের ৭১ শতাংশ ৮,৭৪২ জনকে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৬১ শতাংশ ১,৭২১ জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।  কোভিড -১৯ বৃদ্ধদের জন্য দীর্ঘমেয়াদী কেয়ার হোমগুলোতে দুঃখজনকভাবে কানাডার মোট মৃত্যুর ৭,৪৯৫ জন ৮২ শতাংশ ঘটেছে। এটি তৃতীয়বারের মতো কানাডার শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য আধিকারিকরা কানাডিয়ান জনসংখ্যার উপর  করোনাভাইরাসের যে প্রত্যাশিত প্রভাব আগামীতে ফেলবে সে সম্পর্কে একটি আপডেট দিয়েছেন।

সূত্র : সিবিসি নিউজ

৪ জুন ২০২০

 

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন