কানাডার সংবাদ ফিচার্ড

বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা’র প্রথম সভায় ২০২৩ এর কর্মসূচি গ্রহণ

বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা’র প্রথম সভায় ২০২৩ এর কর্মসূচি গ্রহণ
গত ৮ জানুয়ারী ২০২৩ বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা’র কার্যনির্বাহী পরিষদে র প্রথম সভা অনুষ্ঠি ত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি কবি মৌ মধুবন্তী। সভার শুরুতে পরিচিতির পর সচিব আলী আজগর খোকন প্রস্তাবিত কর্মসূচি সবাইকে অবহি ত করেন। আরও যারা উপস্থিত ছিলেন টরন্টো থেকে সর্ব লেখক মোয়াজ্জেম খান মনসুর, নয়ন হাফিজ, জালাল কবির, হোসনে আরা জেমী, ঋতুশ্রী ঘোষ, জামিল বিন খলিল, মন্ট্রিয়াল থেকে সদেরা সুজন, ক্যালগেরি থেকে বায়াজিদ গালিব, সাস্কাচুয়ান থেকে ভিকারুন নিসা কলি ।
আলোচ্য বিষয়ের উপর একে একে সকলে স্ব স্ব মতামত ব্যক্ত করেন।
সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় ২০২৩ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও আন্তর্জাতিক লেখক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে । এছাড়া বাংলা নববর্ষ উদযাপন এবং লেখক সমাবেশ আয়োজন করা হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে সুষ্ঠুভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য কবি নয়ন হাফিজকে আহবায়ক, এবং সদেরা সুজন, সর্ব কবি  জামিল বিন খলিল, ঋতুশ্রী ঘোষ ও ভিকারুন নিসা কলি কে সদস্য করে একটি উপ-পরিষদ গঠন করা হয়।



‘বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা
শান্তির পৃথিবী চাই শুদ্ধাচারী স্বদেশ চাই
BANGLADESH WRITERS CLUB CANADA’

 



এসএস/সিএ

 

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক

সংবাদটি শেয়ার করুন