কোয়ারেন্টাইন
পুলক বড়ুয়া
তোমাকে তুমি বিচ্ছিন্ন করো
তোমার ইচ্ছা অনিচ্ছা থেকে
তোমাকে তুমি বিচ্ছিন্ন করো ঘরে ও বাইরে
তোমাকে তুমি দাঁড় করিয়ে দাও প্রমিত দূরত্বে
আমাকে তুমি দাঁড় করিয়ে দাও প্রমাণ দূরত্বে
কাছে নয় দূরে নয়—স্বরচিত তুমি থাকো
তবু তুমি থাকো, এমত নিজেকে রাখ
যেন মনে হয় আছ
নিজেকে অনিবার্য সরিয়ে রেখে, নির্ধারিত দূরত্বে
নিজেকে অনিবার্য স্থাপিত করে, যথার্থ করে
আমি বিচ্ছিন্নতাবাদী নই
আমি ভালোবাসি ভালোবাসা
আমাদের ভালোবাসা ভাইরাসের চেয়েও শক্তিশালী, মহাক্ষমতাধর
আমাদের পরাজিত করতে পারে না
ভালোবাসার কাছে ভাইরাস পরাজিত হয়
ভাইরাসকে নস্যাৎ করে মানুষ
ভাইরাসকে নস্যাৎ করে মিলিত হয় মানুষ
মুখোশ খুলে হাসে মানুষ
মুখোশ খুলে আসে মানুষ
তুমি নয় পরাস্ত হয় ভাইরাস
অজেয় তুমি অপরাজেয় তুমি
ভালোবাসা নয় ভাইরাস
না মানুষ নয় অমানুষ
মানব নয় দানব
হেরে যায় বিজিত হয়
জানি, তোমাকে তুমি বিচ্ছিন্ন করেছ অনিচ্ছাসত্বেও
জানি, তোমাকে তুমি বিচ্ছিন্ন করেছ ইচ্ছে করেই
করোনা মাস্তানি করে তোমাকে বিচ্ছিন্ন করেছে
গৃহের আর সকলের কাছ থেকে আমাদের থেকে
কাছে থেকেও তুমি যতই অদূরে থাকো, দূরে যাও সব ভুলে যাও সকল কিছু থেকে আপাতত অযাচিত অভাবিত অপ্রত্যাশিত স্বনির্বাসিত হও তুমি অপাঙ্ক্তেয় নও : সভা বলো, সমাবেশ বলো প্রিয়জন বলো—সত্বর সব আড়ি দাও, তাড়াতাড়ি পাততাড়ি গোটাও সব বিস্মৃত হও : কে তোমার কে কাহার—সব ভুলে যাও—স্বেচ্ছানির্বাসিত হও নিঠুর করোনার বিরুদ্ধে নির্মম হও
তোমাকে অব্যাহতি দেব আজ প্রয়োজনে তোমার ছুটি হবে আজ সকল কাজে থেকে তুমি যাও, তুমি হও একঘরে…তুমি যাও, তুমি হবে একাকী, একলা পাখি…নিজেকে তুমি নিজস্ব গৃহবন্দী করে নাও
তুমিই তোমার একমাত্র নির্জন নিঃসঙ্গ সহচর
মনোমত নয়, অথচ সুনিবিড় যাপন কর
কটা দিন একান্ত আত্মগোপনে যাও নিজেকে না-হয় আড়াল করলে, নিরাপদ দূরত্বে সরালে
না-হয় ভাবলে কেউ নেই আজ তোমার সাথে, সাথী কিন্তু, সবই আছে সবাই আছে—এই একলা একাকী নিজেই তুমি তোমার কাছ থেকে তুমি সবার সবাই তোমার কটা দিনকে কেবল রিমান্ডে—কনসেনট্রেশন ক্যাম্প না কোয়ারেন্টাইনে একটু সবুর কর করোনা-কারাগার নামক কঠোরতম আস্তানায় কাটাও লড়াকু সৈনিকের মতো বাঁচো বাঁচাও তোমার মহাপৃথিবীকে
ফিরে আসো সহি সালামতে আমরা প্রতীক্ষা করব
আমরা উদ্বিগ্ন থাকব আমরা তোমাকে সাদরে বরণ করে নেব স্বাগত জানাব ভয় করো না
আমি তোমার সঙ্গে একাট্টা
আমি তোমার সঙ্গে আছি
মনে করো না কোয়ারেন্টাইন বন্দী শিবির
কোয়ারেন্টাইন মানে ওরফে করোনা না
কোয়ারেন্টাইন মানে কেয়ার অব করোনা না
কোয়ারেন্টাইন করোনা ক্যাম্প—তুমি নও
তোমার প্রতি আমার ভালবাসা, আরোগ্যান্দোলন
করোনা এই নাটকের শেষ দৃশ্য শেষ অংক বিশ্বজুড়ে কোয়ারেন্টাইন নাম্নী আজ এই আরোগ্যশালা : কোয়ারেন্টাইন ছেড়ে করোনা
করবে প্রস্থান কোয়ারেন্টাইন করোনা এই নাটকের ইতি ইতিকথা—গোরস্থান কোয়ারেন্টাইন করোনার অপ্রিয় কবরস্থান !