ফিচার্ড সাহিত্য ও কবিতা

স্বপন নাগ-এর একগুচ্ছ কবিতা

স্বপন নাগ-এর একগুচ্ছ কবিতা
°°°°°°°°°°°°°°°°°°°°°°°

রাস্তা


যে রাস্তা ধরে একাকী একটি মানুষ
হেঁটে যাচ্ছে দিগন্তের দিকে,
সেটি একদিনে তৈরি হয়নি।
যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে
দিনান্তের সূর্য দেখে তুমি থমকে দাঁড়াও,
সে রাস্তাটিও আজকের নয়।
ওই যে এঁকেবেঁকে চলে গেছে যে রাস্তা নদী অভিমুখে
সেখানে তেমন কোন রাস্তাই ছিল না একদিন ;
সেখানে গাছ ছিল
সেখানে জঙ্গল ছিল
সেখানে ছায়া ছিল
পাখিদের মুখরতা ছিল …
তাদের সঙ্গে নিয়ে
যে রাস্তা ছুটে যেতে চায় দূর শহরের কোলাহলে,
সেও ছিল না একদিন।

রাস্তা হয় না কোথাও, গড়ে নিতে হয়
অনেক অনেক দিন ধরে
যা গড়ে ওঠে অযুত মানুষের পদচারণায়।
কী নামে বাঁধবে তাকে ? আঁকবে কোন্ রঙে ?
পৌঁছে দেবার দুর্বার ব্রতে সে
পড়ে থাকে নির্মোহ, নির্বাক ;
কোন্ প্রশস্তিতে তাকে মাপতে চাও ?

এতদিন ধরে এত রাস্তায় ঘুরে ঘুরে
তবু কোথাও যে পৌঁছনো হল না আমার।
ও রাস্তা, ও সুদূর, আমাকে পথ দেখাও !

তোমাকে চাই


গলির শেষে যেখানটা ঠিক অন্ধকারের শুরু
ল্যাম্পপোস্টের নিচে দু’জন —
দুরুদুরু
ভয় ….
বুকের মধ্যে রক্ত নাচে অস্থিরতাময় !

বাস যাচ্ছে
রিকশ ও ভ্যান
অন্ধকারে মিশে …..
একটি আকুল হাত পেতেছে
অমৃত ও বিষে !

কিসের সঙ্গে কিসের মিলে
রাজযোটক যে হয় —
পুরোহিত আর জ্যোতিষ বসে
নির্ধারণ করুক ;
হিন্দুতে নয়, মুসলমানেও
যতই রক্ত ঝরুক —
এই পৃথিবী জুড়ে আছে
ভালোবাসাময় !

অন্ধকার আর স্পন্দিত বুক
জাগে আশায় আশায় …..

তোমাকে চাই তোমাকে চাই
শুদ্ধ ভালোবাসায়।

সরাসরি


যা বলবেন, সরাসরি বলুন ।


আকাশে মেঘ উঠেছে
বলুন, আকাশে মেঘ
পাহাড়ের গায়ে রোদ লেগেছে
বলুন, পাহাড়ে রোদ


যা বলবেন, সরাসরি বলুন
ভূমিকাহীন, উপমাহীন।

কোনো উপমায় আর বিশ্বাস নেই আমাদের
এখন সময় এসেছে মুখোমুখি বলার,
সরাসরি বলার।
রাতকে রাত বলুন, দিনকে দিন
আলোকে তেমনই বলুন আলো
অন্ধকারকে নিছকই অন্ধকার।


মিথ্যে বলার দরকার নেই
সত্যকে সত্য করে বলুন।
আমরা খুব ঝুঁকে লক্ষ্য করি আপনাকে,
আপনার কথা আর বাক্যের বিন্যাস
আমাদের সরাসরি জানাক
যা বলছেন, আসলে সেটুকুই বলতে চান।
ভালো লাগলে জানিয়ে দেব
আপনি আমাদেরই লোক ;
আসুন, হাত-পা ধুয়ে বসে পড়ুন
আমাদের ঘরে, আমাদের গল্পে।


আর যদি আপনি হন অন্য কেউ
অন্য, আমাদের নন
তবে স্পষ্ট বলি —
আপনাকে বিশ্বাস করেছিলাম বলে
সে ভুলের জন্য ক্ষমা চাই।


 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন