ক্যাম্পে |||| পুলক বড়ুয়া
ক্যাম্পে হারিয়ে গেল
কিশোরীবেলা, সতীসাধ্বী প্রেম
অনাঘ্রাত যৌবন
আবালবৃদ্ধবনিতা
ছাত্র-শিক্ষক-শ্রমিক-কৃষক-মজুর—ধর্মবর্ণ
ওরা তুলে নিয়ে গেল
আমাদের ঘর ও বাহির
বাসা থেকে
বাড়ি থেকে
রাস্তা থেকে
অফিস থেকে
বাস থেকে নামিয়ে নিয়ে গেল
না
কেউ ফেরেনি
রাস্তায়, জমিতে, খালে বিলে
এখানে সেখানে
বাঙ্কারে
ক্যাম্পে
জান দিল, মরে পড়ে রইলো
না
ওরা আমাদের
যুদ্ধের
যুদ্ধ জয়ের
মুক্তিযুদ্ধের শহিদ
বীর
বীরাঙ্গনা
রণাঙ্গনের লড়াকু
রক্তস্মৃতি
আপাদমস্তক শহিদ