কানাডার ক্যুইবেকে সর্বোচ্চ আক্রান্ত, শুক্রবার থেকে লকডাউন , হাসপাতালগুলোতে ওভারলোড
বিদ্যুৎ ভৌমিক সিবিএনএ নিউজ ডেস্ক ।। ১৯ ডিসেম্বর শনিবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত আজকের বিশেষ খবর এই যে, কানাডায় এ পর্যন্ত বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রানত রোগীর সংখ্যা বেড়ে ৫ লক্ষ বা Halfa million লক্ষ ছাড়িয়েছে । মাত্র ১৭ দিনের মধ্যেই কানাডায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ১ লাখ ২০ হাজার। ক্যানাডায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাড়িয়েছে ১৪ হাজার ১২৮ জন এবং এ পর্যন্ত ক্যানাডায় সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৯ হাজারের অধিক মানুষ । পৃথিবীর ২য় বৃহত্তম দেশ কানাডায় ১০ টি প্রদেশ ও তিনটি টেরিটরীর মধ্যে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত রোগীর মধ্যে শনাক্ত ও মৃতের মধ্যে ৯৫% রোগীই ৪টি বড় প্রদেশে যা ক্যুইবেক, অন্টারিও বৃটিশ কলম্বিয়া ও আলবার্টায় । ১৯ ডিসেম্বর শনিবারের খবরে ক্যুইবেকে শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ লক্ষ ৭৪ হাজার ৮৩৯ জন এবং ক্যুইবেকে এ পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৭১৫ জন যা ক্যানাডার অর্ধেক থেকেও বেশী ।
ক্যুইবেক প্রদেশে আজ শনিবার একদিনেই ২,০৩৩ টি নতুন কোভিড -১৯-এর নতুন রোগী শনাক্ত হয়েছে, মহামারীটি শুরু হওয়ার পর থেকে এটি ক্যুইবেকে একদিনের সর্বোচ্চ রেকর্ড । প্রদেশে COVID-19 এর Active case রয়েছে বর্তমানে ১৭ হাজার ৮৭৯ জন। ক্যুইবেকে কোভিড -১৯ রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা এখন দাঁড়িয়েছে ১,০০৫। এর মধ্যে ১৪২ জন নিবিড় পরিচর্যায় রয়েছেন।ক্যুইবেকের স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান ডুবে কুইবেকারদের সতর্ক করে দিয়ে বলেন যে, অনেক হাসপাতালের অবস্থা সামর্থ্যের সক্ষমতা ছাড়িয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং হাসপাতাগুলোতে সক্ষমতা ছাড়িয়ে যাওয়ার কারণে হোটেল ও রিসেপশন হলগুলিতে কোভিড রোগীদের জন্য বিশেষ Bed স্থাপন করা হচ্ছে।
অনেক বাংলা ভাষাভাষী মানুষও ইদানীং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । লোক সংখ্যার দিক থেকে ক্যানাডার বৃহওম প্রদেশে অন্টারিও প্রদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৬১৪ জন এবং অন্টারিও প্রদেশে এ পর্যন্ত মারা গেছে ৪ হাজার ১২৫ জন। অন্টারিও প্রদেশে আজ শনিবার খবরে একদিনে আক্রান্ত হয়েছে ২,৩৫৭ জন । বৃটিশ কলম্বিয়ায় এ পর্যন্ত সনাক্ত হয়েছে ৪৫ হাজার ৪০০ জন এবং বৃটিশ কলম্বিয়া প্রদেশে এ পর্যন্ত মারা গেছে ৭২৪ জন । আলবার্টা প্রদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮৭ হাজার ৫৮১ জন এবং আলবার্টায় প্রদেশে এ পর্যন্ত মারা গেছে ৮১৫ জন । হতাশার মধ্যেও আশার আলো এই যে. অনেক অনেক প্রতিক্ষার পর বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর ও নিরাপদভাবে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম কার্যকরী ফাইজার বা ইঅনট্যাকের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে কানাডার বিভিন্ন প্রদেশে গত সপ্তাহ থেকে ।
আগামী ২৫ ডিসেম্বর শুক্রবার থেকে ক্যুইবেক আবার লকডাউন হতে যাচ্ছে। একমাত্র জরুরি ফার্মেসি, গ্রোসারী ছাড়া সব বন্ধ থাকবে। ক্যুইবেকের জনসাধারণকে বলা হয়েছে একান্ত জরুরি প্রয়োজনছাড়া গ্রোসারিস্টোর গুলোতে কেউ যেনো একই দিনে বার বার ছোটখাটো একটি আইটেমের জন্য না যান এবং রেস্টুরেন্টগুলো শুধু টেকআউট এবং ড্রাইভথ্রো খোলা থাকবে তবে স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা-বিক্রেতারা মাস্ক পড়ে এবং দুরত্ব বজায় রেখে চলতে হবে। পুলিশ, স্বাস্থ্য পরিদর্শকরা কড়াকড়িভাবে নজরদারিতে থাকবেন।
সূত্র : CTV news ১৯ ডিসেম্বর শনিবার ২০২০
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন