ফিচার্ড সাহিত্য ও কবিতা

ক বি তা  । । । ।   বি প্ল ব  ঘো ষ

ক বি তা  । । । ।   বি প্ল ব  ঘো ষ


 বৃষ্টি 

 কত শ্রাবণে শ্রাবণ  ভিজিলে 
বৃষ্টি– নামে ডাকি, নাই জানিলে!
 
কতটা জন্ম পেরলে পরে 
তোমায় পাব বিরহ ভরে !
 
আমি সব ফেলে চলে যেতে পারি 
কোনদিন আর আসিবার না ফিরে 
তবু যদি ডাকো সেই সুরে 
সব জাহাজ ডুবিয়ে আসিব তীরে।
—-
বন্ধু দিবস 
 
আজ বন্ধু দিবসে বন্ধু কোথায় !
একথা ভাবতেই চোখের সামনে 
ভেসে আসে বনান্ত জয়িতা নদী 
রূপসা পাহাড় সাজে ক্ষণে ক্ষণে ।
 
প্রকৃতির চেয়ে বড় বন্ধু নেই মানি 
কেবলি মনে হয় তোমাকেই জানি।
 
নারী আর প্রকৃতি এক দেহে এক প্রাণ 
তাই কৃষ্ণ কি বলেছিল – রাধা মেরে জান !
—-
সদেরা 
 
বন্ধু মোর সদেরা সুজন 
মুখোমুখি দেখিনি বলে 
তাই কি এত অপেক্ষা সুখ ! 
একদিন ঠিক দেখা হবে জলে স্থলে
সংবাদটি শেয়ার করুন