ফিচার্ড সাহিত্য ও কবিতা

খুন

খুন

-পুলক বড়ুয়া

বৈঠা যেমন নদীকে খুঁচিয়ে খুঁচিয়ে যায়,
                                     ঘাই মারে,
আমিও তেমনি তোমার নামের সংক্রামে চাক্ষুষ
                            আক্রান্ত-শিকার হই;

তোমার নামটা সরাসরি
         বুকের পাঁজর ভেঙে
                  বল্লমের মতো গেঁথে থাকে ।
রহস্যময়ী কু ঝিকঝিক
রেললাইনের ঝকঝকে পাতে
          নিহত রক্তের মতো লেগে আছি;
          নিহত রক্তের মতো শুয়ে আছি;
বুকের ওপর দিয়ে তুমি চলে গেছো,
বুকের ওপরে লেগে আছে তার দাগ ।

তোমার নামটা
        ছুরির সমান নগ্ন-শানানো, কী
              অপলক চকচকে;
তুমি আমার নির্জন-নিঃসঙ্গ ভূমিকা;
তুমি আমার নির্জন-নিঃশঙ্ক ছুরিকা;
               প্রিয়তমা আততায়ী ।

              গেরিলার মতো
        গুপ্তঘাতকের মতো
           নৈঃশব্দ্যের মতো
    অন্তরালে-বেড়াজালে
অতল পাতাল মাতাল-আধারে
উথাল পাথাল অন্ধকারে
আমাকেই হত্যা কর তুমি !
সংবাদটি শেয়ার করুন