গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত আরও ৩১২ জন, মৃত্যু ৭ জনের
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩১২ জন মানুষ। মারা গিয়েছেন আরও ৭ জন।
রবিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্ত ২৪৫৬ জন এবং মোট মৃত্যু ৯১ জন। করোনায় আক্রান্ত হয়ে আরও ৩১২ জনের মৃত্যু হয়েছে। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয় গত ৮ মার্চ।
এর আগে গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত বিশ্বে দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
কুর্মিটোলায় মৃত্যু ; করোনা না নিউমোনিয়া
নিউমোনিয়া নিয়ে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আবদুল কাইউম মারা গেছেন গতকাল শনিবার সকালে। চিকিৎসকরা এখনো নিশ্চিত করেননি তার করোনা পজিটিভ না নেগেটিভ ছিল।
এদিকে, কাইউমের সঙ্গে থাকা তার স্ত্রী ও দুই সন্তানকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে। তাকে জানানো হয়েছে, করোনা পজিটিভ হলে কর্তৃপক্ষ লাশ দাফন করবে। নেগেটিভ হলে লাশ নিয়ে যেতে পারবে।
অথচ, কাইউম পরিবারের বাকি দুই সদস্যের পরীক্ষার ব্যবস্থা ও আইসোলেশনে নেওয়ার পদক্ষেপ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
শেবাচিমের আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) আইসোলেশন ওয়ার্ডে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়। ওই যুবকের (৩২) বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সৌলা গ্রামে।
এর আগে শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার রাত ৯টা ৫০ মিনিটে সে হাসপাতালে ভর্তি হলে করোনা আক্রান্ত সন্দেহে তাকে করোনা ওয়ার্ডের আইসোলেশনে রাখা হয়।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রঃ বিডি প্রতিদিন
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন