সাহিত্য ও কবিতা

গহন গহীনে |||| পুলক বড়ুয়া

গহন গহীনে |||| পুলক বড়ুয়া

গহন গহীনে

পুলক বড়ুয়া


আকাশ প্রকৃতপক্ষে মুক্তভাবে বেঁচে আছে


হোক দিন হোক রাত
তার কোন ঘর দরকার নেই
উল্টো তার বুকে চাঁদ তারা খেলা করে
কতো ছায়াপথ, সপ্তর্ষী, ভরণী, কৃত্তিকা, অশ্বিনী
যেন ফুটপাতে উদোম শিশুরা মাতৃক্রোড়ে
ক্রীড়াপরায়ণ হয়ে ওঠে উন্মুক্ত, স্বাধীন
জ্বলে ওঠে জম্পেশ জমাটি আলো
হয়ে ওঠে পথপ্রদর্শক সদগুরু বাতিঘর
খোলামেলা অবকাশে পর্যটক হাওয়া
ভ্রামণিক-ঋতুচক্র-আবহাওয়া

এ ত্রিভুবনের মাঝে সবাই বাউল
এই তিন ভুবনের মাঝে
নিত্য আসা-যাওয়া আমাদের
এই দুনিয়াটা যেন এক কুঠিবাড়ি
উদাসী আখড়া—অবারিত তার দ্বার

কমলা লেবুর নিচ-ওপরে ঈষৎ
চাপা-চাপ-চক্কর হাতের মুঠোয় কম্পিত
এদিক সেদিক শুধু এই
অযাচিত অভাবিত চাওয়া-পাওয়া

অঢেল বিপুল এই বিশ্বমাঝে সৃষ্টির দৃষ্টির
মহার্ঘ মুক্তি সে ঢেকে দেয়—অন্ধকার—স্বৈরাচার—
গুম, খুন—তার ছাপ, পাপ, অভিশাপ
তোমাকে আমাকে

পাপ-পূণ্য নয় আমরা অনেক
গহন গহীনে উঠতে নামতে নয়,
আপাদমস্তক যেতে চাই ।

সংবাদটি শেয়ার করুন