সাহিত্য ও কবিতা

সাদা কালো’র বিবাদ ||||  বিশ্বজিৎ মানিক

সাদা কালো’র বিবাদ

সাদা কালো’র বিবাদ ||||  বিশ্বজিৎ মানিক

কালো কালো করছো সদাই – আমার প্রিয় সখি
বিধাতা আমায় করছে কালো – দোষটা আমার কি?
আমি আছি বলেই তোমার – কদর বেশি এতো
নইলে কে-বা দেখতো তোমায় – চণ্ডীদাসের মতো?

অন্ধকারের গুণেই কদর – আলোর বেশি বাড়ে
কেউ কোনদিন নইলে কি আর – আলোর পিছন ধরে?
এ নিয়ে আজ কেন আমায় – করছো উপহাস
করছি মোরা এক ভুবনে – এক দেশেতেই বাস।

বিবাদ করার যুক্তি যদি – থাকতো তোমার সাথে
বুঝতে তুমি কি ব্যবধান – সকাল দুপুর রাতে
রাতে আধার আছে বলেই – দিনের ভালোবাসা
তাইতো তোমার জাগছে মনে – আকাশ সম আশা।

কোজাগরী পূর্ণিমাতে – আলোর ঝলক বাড়ে
অমাবশ্যা আসে যে তার – পনেরো দিন অন্তরে
আলো কালো’র খেলা হে ভাই – চলছে নিরন্তর
কালো’র মাঝে দেখবে আলো – সাফ হলে অন্তর।

কালো তোমার চোখের মণি – কালো মাথার চুল
কালো বলে হেয় করে – করছো তুমি ভুল
সাদা কালো নিয়েই তোমার – সমাজটাকে গড়া
বইয়ের লিপি কালো রঙের – হয় যাহাকে পড়া।

কালোর পিছে দৌড়ে মানুষ – হচ্ছে পেরেশান
কালো টাকার পাহাড় গড়ে – বাড়ায় কেহ মান
মানি গুলোর মানের পিছে – থাকতে পারে কালো
অভ্যন্তরে কালো রেখেই – বাইরে জ্বালায় আলো।

খবর কাগজ খুলেই দেখি – ভেল্কিবাজের হাঁড়ি
সাদার ভিতর কালো রেখেই – করছে হুড়োহুড়ি
নয়তো ভালো সব লোকে কয় – বাহির দিকে সাদা
সাদা নিয়ে ঘর করে আজ – কাঁদছে কালোর দাদা।

কালো দেখে নিন্দা করে – সাদা যারা মেকি
আসল সাদা আছে যারা – করছে  তারা সে কি?
তাইতো বলি তর্ক রেখে – সত্যি মেনে চলো
অহংকারের ঝাঁপি তোমার – সাগর জলে ফেলো।

কৃষ্ণ সাগর ভরে আছে – বিশাল জলরাশি
চলনা সখি এই সাগরে – দু’জন ঘুরে আসি
সাগর জলের বিশালতা – দেখলে  পরে মন
পরনিন্দার ভাবখানা তোর – হবেই বিসর্জন।

৩১/১০/২০২০ খ্রিস্টাব্দ।


এসএস/সিএ

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন