সাহিত্য ও কবিতা

সততার ঐশী উপহার ////  বিশ্বজিৎ মানিক 


সততার ঐশী উপহার ////  বিশ্বজিৎ মানিক 

একটুখানি দাঁড়াও বন্ধু – যাচ্ছ একা কই?
যাচ্ছি আনতে, গোয়াল বাড়ির – নন্দ ঘোষের দই।


নন্দ ঘোষের, দই হলো ভাই – বাজার থেকে সেরা
মুখে এ দই, লেগেই থাকে – খেয়েছে একদিন যারা।


ভেটোর ভিতর, পাতা এ দই – গাভীর খাঁটি দুধে
ঘৃত আছে, তার কাছেতেই – ব্যবসায়ী সে ক্ষুদে।


নিজের গাভীর, দুধ দিয়ে সে – বসায় দধি ঘরে
এক কেজি দই, প্রতিদিনই – কিনে নেয় অম্বরে।


বাকি দধি, বিক্রি করে – যে বা এসে চায়
দধি ঘৃত, বিক্রি করেই – সংসার তার চালায়।


ঘৃত ও তার, পুরোই খাঁটি – ভেজাল তাতে নাই
খানিক বেশি, মূল্যটা তার – বাজার থেকে তাই।


তিনটে গাভী, তার আছে যে – সবই দেশি জাতের
এগুলোতেই, সংস্থান হয় তার – পরিবারের ভাতের।


পরিবারেও, নন্দ ঘোষের – মানুষ বেশি নেই
স্ত্রী, পুত্র, কণ্যা আছে – আর আছে তো সে ই।


চার সদস্যের, পরিবার তার – ছোটই বলা চলে
মেয়েটি তার, ছোট হলেও – খানিক বড় ছেলে।


বাপ ছেলেতে, মিলেই তারা – করছে গাভী পালন
বংশ পরম্পরায় তাদের – এ পেশার’ই লালন।


কথাগুলো, বলছে খোকা – অনেক দিনের আগের
জানলো খোকা, খোঁজ নিয়ে তার – সংসার এখন সুখের।


মেয়েটাকে বিয়ে দিলে – বিদেশ দিলো পাড়ি
বাড়ি বসেই, খাচ্ছে তারা – এখন বুড়ো বুড়ি।


লেখা পড়া, শিখে ছেলে – হয়েছে অফিসার
ছেলে মেয়ের বদৌলতে – চলছে ভালোই সংসার।


ভাবছে খোকা, মনে মনে – ক্যামনে এসব হলো!
নন্দ ঘোষের, সততা আর – স্বভাব ছিল ভালো।


গরীব হলেও, চরিত্রটা – বদলে যায়নি তার
কষ্ট করে, হলেও কিন্তু – জুটছিল  তার খাবার।


সততাই হলো, উত্তম পন্থা – নন্দের জানা ছিল
প্রতিদান তার সৃষ্টিকর্তা – স্বল্প কালেই দিলো।


নন্দ ঘোষের, হিসাব ছিল – ভেজাল যদি করে
সৃষ্টিকর্তার, বিরূপ ছায়া – পড়বে এসে ঘরে।


মন ভালো যার, সদাই থাকে – সততাতেই মতি
নন্দ ঘোষ, সৎ থাকাতেই – হয়েছে উন্নতি।


০৭/০৭/২০২০ খ্রিস্টাব্দ।


 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন