ফিচার্ড বিশ্ব

গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা : অন্তত ৫০০ জন নিহত

গাজার-হাসপাতালে-ইসরায়েলি-বিমান-হামলা

গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা!

গাজার একটি হাসপাতালে বর্বর বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় অন্তত পাঁচশো মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র জানিয়েছেন।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলছেন এই ঘটনা কীভাবে হল তা তাদের জানা নেই, তারা খোঁজ নিচ্ছে।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, গাজা ভূখন্ডের কেন্দ্রস্থলে অবস্থিত ব্যাপটিস্ট হসপিটালে এই বিমান হামলা হয়েছে। এর আগে জানা যায়, গাজা ভূখন্ডের একটি বিদ্যালয়ের ওপরেও বিমান হামলা হয়।

জাতিসংঘ বলেছে ওই হামলায় অন্তত ছয়জন মারা গেছেন যারা ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন। ওই বিমান হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইউএনআরডব্লিউএ এক বিবৃতি জারি করে সংস্থাটি বলেছে “ভয়াবহ.. আর এটা প্রমাণ করছে যে বেসামরিক নাগরিকদের প্রাণের কোনও দামই নেই!”

ওই স্কুলটিতে প্রায় চার হাজার শরণার্থী আশ্রয় নিয়েছিলেন, যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই।

বিবিসির সংবাদদাতা টম বেটম্যান জানাচ্ছেন, চার দিকে রক্তাক্ত, নিস্তব্ধ মানুষগুলো পড়ে আছেন। বিদ্যুৎ নেই, তাই অন্ধকারের মধ্যেই তাদের স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটা বিরাট বিস্ফোরণ হচ্ছে।

স্থানীয়রা বলছেন হাসপাতালের একটা বড় হলে আশ্রয় নিয়েছিলেন কয়েকশো মানুষ।

বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানাচ্ছেন ইসরায়েলি বিমান হামলার কারণেই ওই বিস্ফোরণ ঘটে। কয়েকশো মানুষ ধ্বংস্তূপে আটকিয়ে পড়েছেন।

সূত্র: বিবিসি

অনলাইন ডেস্ক (এফএইচ/বিডি)
সংবাদটি শেয়ার করুন