বিশ্ব

গায়ে ৫ বার কাশি দিয়েছিলেন যাত্রী, মারাই গেলেন বাসচালক

গায়ে ৫ বার কাশি দিয়েছিলেন যাত্রী

 

গায়ে ৫ বার কাশি দিয়েছিলেন যাত্রী, মারাই গেলেন বাসচালক ! বাসে মুখ না ঢেকে কাশি দেওয়ায় একজন যাত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া এবং পরে সবাইকে সতর্ক করে ফেসবুকে লাইভ ভিডিও বার্তা দেওয়া সেই বাস ড্রাইভার মারা গেছেন। জেসন হারগ্রোভ (৫০) নামের ওই বাস ড্রাইভার যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট শহরের বাসিন্দা। এই ঘটনার মাত্র দুই সপ্তাহ পরে তিনি মারা গেলেন।

হারগ্রোভ ফেসবুক লাইভে বলেছিলেন, তার ডেট্রয়েটের বাসে একজন যাত্রী মুখে কোন মাস্ক ছাড়াই পাঁচবার কাশি দিয়েছেন, তাকে মুখ ঢাকার কথা বলা হলেও তিনি সেটা শোনেনি। অন্যদের সতর্ক করতে তিনি এই লাইভ করেছিলেন। তার ভিডিওটি সে সময় অনলাইনে ব্যাপক শেয়ার হয়েছিল।

ডেট্রয়েট বাস চালকের ইউনিয়নের মুখপাত্র বলেছেন, ২১ মার্চ বাসে মহিলার কাশি দেওয়ার ঘটনার চার দিন পরে হারগ্রোভ অসুস্থ বোধ করতে শুরু করেছিলেন। তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। যেখানে বুধবার (২ এপ্রিল) তার মর্মান্তিক মৃত্যু হয়।

হারগ্রোভের এই অনাকাঙ্খিত মৃত্যুর জন্য করোনাভাইরাসে আক্রান্ত কাশি দেওয়া ওই যাত্রী দায়ী কিনা সেটা স্পষ্ট নয়। তবে ডেট্রয়েটের মেয়র মাইক ডুগান বলেছেন,চালকের করুণ মৃত্যু গণপরিবহন শ্রমিকরা যে বিপদে আছে সেটা স্পষ্ট দেখিয়ে দিয়েছে।

ডুগান বলেন,’আপনি হারগ্রোভের ভিডিওটি কিভাবে দেখবেন সেটা আমি জানি না। তবে তিনি জানতেন যে তার জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। তাকে এমন একজন বিপদে ফেলেছে যাকে তিনি চেনেন না এবং এখন সে চলে গেছে।’

হারগ্রোভের সাড়ে আট মিনিটের ভিডিওটি কাশিযুক্ত ওই যাত্রীর সাথে বাকবিতণ্ডার কিছুক্ষণ পরে রেকর্ড করা হয়েছিল। ভিডিওতে তাকে বলতে দেখা গেছে, ‘আমরা এখানকার সরকারী কর্মী, আমাদের কাজটি করে যেতে হবে। আমাদের পরিবারের যত্ন নেওয়ার জন্য একটি সৎ জীবনযাপনের জন্য এটা করতে হচ্ছে। তবে আপনি বাসে উঠে দাঁড়িয়ে মুখ না ঢেকেই বেশ কয়েকবার কাশি দিয়েছেন এবং আপনি জানেন আমরা ‘মহামারিটির মাঝে রয়েছেন। আমি এটা সবাইকে এ জন্য জানাচ্ছি যাতে আমরা আন্য লোকদের যত্ন নেই।’

সূত্র- মেট্রো ইউকে।

 

সিবিএনএ/এসএস


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 10 =