গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (GEF)-এর নবম পুনঃসংস্থান বৈঠক অনুষ্ঠিত
৭–৯ অক্টোবর ২০২৫, বোতসোয়ানার কাসানে অনুষ্ঠিত বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি ও অংশীদাররা একত্রিত হয়ে ২০২৬–২০৩০ সময়কালের জন্য GEF-এর নবম অর্থায়ন চক্র (GEF-9) নিয়ে আলোচনা করেন।
GEF-এর সিইও ও চেয়ারপার্সন কার্লোস ম্যানুয়েল রদ্রিগেজ জানান, “এই নবম পুনঃসংস্থান বৈশ্বিক পরিবেশগত লক্ষ্য অর্জনে আশা ও আশাবাদের উৎস হতে পারে।”
বৈঠকে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণ মোকাবিলায় কৌশলগত দিকনির্দেশনা ও নীতি কাঠামো নিয়ে আলোচনা হয়। বোতসোয়ানার ভারপ্রাপ্ত পরিবেশ ও পর্যটন মন্ত্রী ফেনিও বুতালে বলেন, “GEF বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় একটি শক্তিশালী ও কার্যকর অর্থায়ন কাঠামো।”
পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক জানুয়ারি ২০২৬-এ এবং প্রতিশ্রুতি সভা এপ্রিল ২০২৬-এ অনুষ্ঠিত হবে। চূড়ান্ত সিদ্ধান্ত জুন ২০২৬-এর মধ্যে নেওয়া হবে।
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।