ছাপ্পান্ন হাজার বর্গমাইল |||| পুলক বড়ুয়া
বাংলা ও বাঙালির চোখগুলো বেঁধে নিয়ে গেল
বাংলা ও বাঙালির হাতগুলো বেঁধে নিয়ে গেল
ওরা বাংলা ও বাঙালির দুচোখ উপড়ে ফেলল
ওরা বাংলা ও বাঙালির হৃদপিন্ড খুলে নিল
ওরা বাংলা ও বাঙালির ফুসফুস ফুটো করে দিল
ওরা বাংলা ও বাঙালির বুক ঝাঁঝরা করে দিল
ওরা তেঁতুলিয়া টেকনাফ বাংলার আপাদমস্তক
বুলেট ও বেয়নেটে দাবায়ে রাখতে চেয়েছিল
পুরো দেশটাকে বধ্যভূমি বানিয়ে ফেলতে চেয়েছিল
ওরা বাংলাকে নিষ্ফলা শূন্য-বাঙালি করতে চেয়েছিল
বাংলার হাট মাঠ বাট ঘাট অস্ত্রে চষে ফেলতে চেয়েছিল
বাংলার বাঙ্ময় নিসর্গের মুখ
মৌন মূক করে দিতে চেয়েছিল
আকাশ সাগর পর্বত ঢেকে দিতে চেয়েছিল খুনে
বাতাসের বুক স্তূপীকৃত করতে চেয়েছিল
লাশ আর লাশে
মুখ থুবড়ে পড়ে গেল
আত্মসমর্পণে বাধ্য হল
সেইসব উদ্যত আয়ুধগুলি
সেইসব উদ্ধত সঙিনগুলি
মুক্তি ও মৈত্রীর যুগল মারণাস্ত্রের
মুখোমুখি মন্ত্রে নতমুখী হল
২৫ মার্চ হতে ১৬ ডিসেম্বর : ১৯৭১ : ক্র্যাক ডাউন-কাল রাত্রি-অপারেশান সার্চ লাইট : প্রতিরোধ : সমগ্র বাংলাদেশ রণাঙ্গন : দুলক্ষ মা-বোন সম্ভ্রম, তিরিশ লক্ষ শহিদ শোণিতস্রোত—প্রিয় শহিদ বুদ্ধিজীবীগণ—প্রজ্ঞা ও প্রতিভা—বীর বাংলা ও আপামর বাঙালি আবালবৃদ্ধবণিতা—মেধা ও মনন মেশানো উর্বর পলিবিধৌত বদ্বীপ—স্বাধীন সার্বভৌম মুক্তিযুদ্ধ ঋদ্ধ মানচিত্র—ছাপ্পান্ন হাজার বর্গমাইল—হাজার বছরের বাংলাদেশ ।
এস এস/সিএ