ফিচার্ড সাহিত্য ও কবিতা

যাযাবর ||| পুলক বড়ুয়া

যাযাবর ||| পুলক বড়ুয়া

আজ আমার প্রার্থনার মুন্ডুপাত হল

দাবানল, মুহুর্মুহু গনগনে মহড়া, ভাঙচুর
মকশো করা তান্ডব, নীল নকশা
লেলিহান কালো পাথুরে মেঘদল
কৃষ্ণশিলাবজ্রবৃষ্টিপাতগুলি

গোছানো সব, সয়ে গেলাম

তেঁতুলিয়া হতে টেকনাফ
ছাপ্পান্ন হাজার বর্গমাইল
পা হতে মাথা অব্দি
অমীমাংসিত জলহাওয়া
মন-মানচিত্র প্রলয়

কালরাত্রির মতোন কালো হাতের ছোবল, জঙ্গি-ফণা

শারদীয় দেশ-কাল-পাত্রের গাত্রে
রক্তের আল্পনা, রক্তাক্ত আল্পনা
কালো মুখোশ—ধুন্ধুমার যুযুধান প্রসাধন
উদ্ভট-আজগুবি-নর্তন-কুর্দন—কালিমা প্রলেপন

শঙ্খে ষষ্ঠী
আপদে অষ্টমী
বিপদে নবমী
মুসিবতে দশমী

অসুর ইশারা, অশনি সংকেত—-রক্তাঞ্জলি :
প্রিয় উৎসব শব

হাজীগঞ্জ, নোয়াখালী, পীরগঞ্জ …

কোথাও হাতখানা পড়শির না
ওই হাতে কালো-কালোয়াতি
ওই হাত দোজখ-দ্বন্দ্ব-দগ্ধ-অঙ্গার-অভিশপ্ত-অভিযুক্ত
ওই হাত অদ্ভুতুড়ে নগ্ন-কারসাজি
ওই হাত বানোয়াট-তোপধ্বনি
ওই হাত বদ-কালোহাত
ওই হাত বধ-কালো হাত
ওই হাত বিপরীত-বিসর্জন

কুকালো দুবাহু রাহু

ওই হাত প্রাচীনতম
ওই হাত আততায়ী
ওই হাত মধ্যযুগ
ওই হাত ফেরারী
ওই হাত আদিম আয়ুধ
ওই হাত পাথর

ওই হাত অন্ধ-কালাপাহাড়
তার বন্ধ-করতল বদ্ধ মুঠোয় ঘোর পাপ-আন্ধার
ওই হাত কাফির, অমাবস্যা, কালো আলো

ওই হাত উল্টে যাওয়া
ওই হাত পাল্টে যাওয়া
ওই হাত বদলে যাওয়া

কেন নিজের নাক কেটে সুন্দরের আবাহন আরতি-অপমান
এই শাক দিয়ে মাছ ঢাকা…
কেবলি অলস মস্তিষ্ক ইবলিশের ফ্যাক্টরি …
সে এক ভবঘুরে …

এ কোন দেশের রূপকথা
এ কোন নব্য কালের উপকথা

এক দেশে ছিল এক … যাযাবর



এস এস/সিএ
সংবাদটি শেয়ার করুন