কানাডার সংবাদ ফিচার্ড

Marvin Rotrand এর অবসরগ্রহণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

marvin-rotrand
মন্ট্রিয়াল শহরের সবচেয়ে সিনিয়র সিটি কাউন্সিলর Marvin Rotrand কে বিদায় সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ সোসিও কালচারাাল ফোরাম" BSCF -ছবিঃ সিবিএনএ

Marvin Rotrand এর অবসরগ্রহণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মন্ট্রিয়ল।। গত ২৪ অক্টোবর রবিবার সন্ধা ৬টায় “Decarie Cinema Hall বাংলাদেশ সোসিও কালচারাাল ফোরাম” BSCF আয়োজন করে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

উক্ত অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় মন্ট্রিয়াল শহরের সবচেয়ে সিনিয়র সিটি কাউন্সিলর Marvin Rotrand কে। যিনি গত চার দশক ধরে  সিটি কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। দীর্ঘ পৌর রাজনীতি করার পর তিনি এ বছর তার কর্মজীবন শেষ করার সিদ্ধান্ত নেন।

Marvin Rotrand ১৯৮২ সালে  Cote-des-Neiges/Notre-Dame-des-Grace borough এর Snowdon এলাকায় প্রথম নির্বাচিত হন।

তিনি ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত মন্ট্রিয়াল ট্রানজিট অথরিটি, STM-এর সহ সভাপতি হিসাবেও কাজ করেছেন।

উক্ত বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত হয়ে বক্তব্য রাখেন

Anthony Housefather (MP – Mont Royal), David bernbaum (MNA for D’Arcy-McGee), Lionel Perez (City councillor – Darlington) , Sonny Moroz (City councillor candidate – Snowdon), Stephanie Venezuela (City councillor candidate – Darlington), Khokon Maniruzzaman (School Commissioner), Rmean Alam (Borough councillor candidate – Southwest)

অনুষ্ঠানের শেষে BSCF এর সভাপতি জনাব সুহেল মিয়া বিদায়ী অতিথির হাতে ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেন এবং অবসর জীবনের সফলতা ও সুস্বাস্থ‍্য কামনা করেন। তারপর সংগঠনের সকল নির্বাহী সদস্যরা উপস্হিত হয়ে ক্রেস্ট সহ শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং পরবর্তীতে উপস্থিত সকল অতিথিদের নিয়ে কেক কাটেন। শিল্পী গৌরবের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

উল্লেখ্য, বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফিলিপাইন, জামাইকা ও শ্রিলংঙ্কান কমিউনিটির অতিথি বৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মিলকি ফারক ও সুধা হালদার।


সংবাদটি শেয়ার করুন