কানাডার সংবাদ ফিচার্ড

কানাডায় আর গাড়ির লাইসেন্স নবায়ন করতে হবে না!

ছবি সংগৃহিত

কানাডায় আর গাড়ির লাইসেন্স নবায়ন করতে হবে না!

কানাডার অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাউ ফোর্ড বলেছেন, কানাডার অন্টারিওর গাড়িচালকরা শিগগিরই প্রতি বছর গাড়ির লাইসেন্স নবায়নের ঝামেলা থেকে রেহাই পাবেন। কারণ, প্রদেশটি লাইসেন্স নবায়নের প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার লক্ষে কাজ করছে।

সম্প্রতি টরন্টোতে এক সংবাদ সম্মেলনে ফোর্ড এই ঘোষণা দেন। অন্টারিওর সড়কে মেয়াদোত্তীর্ণ নম্বর প্লেটের গাড়ি বেড়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রিমিয়ার বলেন, ‘আমরা এই ব্যাপারটি পুরোপুরি শেষ করতে চাই। গাড়ি রেজিস্ট্রেশনের প্রথম ধাপ আমরা শেষ করেছি, স্টিকার ব্যবস্থার অবসান ঘটিয়েছি। এখন আমরা পুনঃরেজিস্ট্রিকরণের অবসান ঘটানোর লক্ষে কাজ করছি। পুনঃরেজিস্ট্রিকরণের কাজটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে, তাই এ নিয়ে মানুষের উদ্বিগ্ন হবার কারণ নেই।’

পরিবহন মন্ত্রণালয় (এমটিও) টরন্টোর সিটিভি নিউজকে নিশ্চিত করেছে যে, ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত অন্টারিওতে ১০ লাখ ১৫ হাজার ১৩৯টি গাড়ি মেয়াদোত্তীর্ণ নম্বর প্লেট নিয়ে চলাচল করছিল।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুযোগ পাবেন শুধু ভালো চালকরা। এর অর্থ হলো, যেসব চালককে পার্কিং টিকেট ধরিয়ে দেওয়া হয়েছে অথবা যারা টোলের বিল পেয়েছেন তাদেরকে কাজটি নিজের উদ্যোগে প্রচলিত প্রক্রিয়ায় করতে হবে।’

অন্টারিওর প্রাদেশিক পুলিশ সার্জেন্ট কেরি স্মিডট আগে বলেছিলেন, ‘এখন প্রক্রিয়াটি বিনামূল্যে সম্পন্ন হওয়ায় গাড়িচালকরা ক্রমেই আরও বেশি সংখ্যায় নবায়নের বিষয়টি ভুলে যাচ্ছেন।’

ফোর্ডের সরকার ২০২২ সালে গাড়ির বার্ষিক লাইসেন্স রেজিস্ট্রেশনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরণের ফি বাতিল করে দেয়। ২০২২ সালের ১৩ মার্চ থেকে যাত্রীবাহী গাড়ি, মোটরসাইকেল, মপেড এবং হালকা বাণিজ্যিক যানের চালকদের আর লাইসেন্স নবায়ন বা স্টিকার সংযোজনের জন্য কোনও ফি দিতে হয় না। ওই বছর লাইসেন্স স্টিকার নবায়নের জন্য ফি ছিল উত্তর অন্টারিওতে ৬০ ডলার এবং দক্ষিণ অন্টারিওতে ১২০ ডলার।

ডিসেম্বরে অন্টারিওর প্রাদেশিক পুলিশ টরন্টোর সিটিভিকে নিশ্চিত করে যে, প্রাদেশিক সরকারের ওই পদক্ষেপের পর প্রদেশজুড়ে লাখো গাড়ি চালকের লাইসেন্স প্লেট অনিবন্ধিত রয়ে যায়। এখন গাড়ি চালকদেরকে প্রতি বছর তাদের জন্মদিনে লাইসেন্স নবায়ন করতে হয়। হাইওয়ে ট্রাফিক আইনে লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে চালকের ৫০০ ডলার জরিমানা হতে পারে।

কখন নবায়নের বিষয়টি পুরোপুরি বাদ দেওয়া হবে এমন জিজ্ঞাসার উত্তরে ফোর্ড নির্দিষ্ট সময় জানাতে পারেননি, তবে তিনি বলেন, খুব শিগরিই। ‘আমরা আবার যখন এ বিষয়ে কথা বলতে অসবো ততদিনে আইন প্রণীত হয়ে যাবে।’

এসএস/সিএ

 

সংবাদটি শেয়ার করুন