কানাডার সংবাদ ফিচার্ড

অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আজ ২৬ মার্চ ২০২৪ তারিখ অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

দিবসটি উপলক্ষে গৃহীত বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ ঘটিকায় অটোয়াস্থ বাংলাদেশ হাউজে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. খলিলুর রহমান। এ সময় হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতা যুদ্ধের ৩০ লক্ষ শহিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিবসের পরবর্তী কার্যক্রম হিসেবে বেলা ১২.০০ ঘটিকায় হাইকমিশনের অডিটোরিয়ামে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। মান্যবর হাইকমিশনার ড. খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কানাডায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণ ও বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মান্যবর হাইকমিশনারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীগুলো পাঠ করে শোনান। এরপর দিবসটি উপলক্ষে ঢাকা থেকে প্রেরিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

মান্যবর হাইকমিশনার আলোচনা সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের মঞ্চে আহ্বান করেন এবং তাঁদের সাথে ক্যামেরাবন্দী হন। বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের মহান স্বাধীনতাকে বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন বলে উল্লেখ করেন। মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গঠনের প্রতি তাঁরা গুরুত্বারোপ করেন। বৈষম্যহীন সমাজ গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে বক্তারা আহ্বান জানান। তাঁরা কানাডায় বসবাসরত দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশিদের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে একসাথে কাজ করবেন বলে শপথ নেন।

সভাপতির বক্তব্যে মান্যবর হাইকমিশনার ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি গণআন্দোলনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তানি শাসকদের ষড়যন্ত্রের বিষয়যটি বুঝতে পেরে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ৭ই মার্চের ভাষণে সকলকে স্বাধীনতার জন্য প্রস্তুতির নির্দেশনা দেন। ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর আক্রমণ ও গণহত্যা শুরু করলে বঙ্গবন্ধু ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। মান্যবর হাইকমিশনার আমাদের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও সম্ভ্রমহারা দুই লাখ মা-বোনকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করতে সকলে আহবান জানান। মান্যবর হাইকমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণকারী তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে দেশ-বিদেশে সকলকে একসাথে কাজ করতে আহবান জানান।

মান্যবর হাইকমিশনার আমাদের মহান মুক্তিযুদ্ধে কানাডার সরকার ও জনগণের সমর্থনের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে দুই দেশ মানবাধিকার, উন্নয়ন, চরমপন্থা মোকাবেলা, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে মান্যবর হাইকমিশনার তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও কানাডার মধ্যকার ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাণিজ্যসহ অন্যান্য সকল ক্ষেত্রে ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

 

Observance of the 54th Independence and National Day by Bangladesh High Commission in Ottawa

Today, on 26 March 2024, the Bangladesh High Commission in Ottawa observed the 54th Independence and National Day with dignity and fervor.

As part of the special program for the occasion, His Excellency Dr. Khalilur Rahman, High Commissioner of Bangladesh in Canada, hoisted the national flag with the playing of national anthem at Bangladesh House in Ottawa at 10 am in presence of all officers and officials of the High Commission. Following the flag hoisting, a special prayer was offered to honor the souls of the Father of the Nation and the Architect of our independence, Bangabandhu Sheikh Mujibur Rahman, and the 3 million martyrs of the Great War of Independence.

In the second segment of the program, a special discussion meeting, chaired by HE the High Commissioner, was convened in the High Commission’s auditorium during the afternoon. Valiant Freedom Fighters and members from the Bangladeshi community in Canada participated in this discussion meeting. The program commenced with the placing of floral wreaths at the portrait of the Father of the Nation by HE the High Commissioner. Following this, messages from the Hon’ble President, Hon’ble Prime Minister and Hon’ble Foreign Minister on this occasion were read out by the High Commission officers. This was followed by the screening of a documentary in commemoration of the 54th Independence and National Day.

Then, HE High Commissioner Dr. Khalilur Rahman especially invited the valiant freedom fighters present in the discussion meeting to speak. They hailed Bangladesh’s independence as the Bengali nation’s greatest achievement. They pledged to work collectively to instill the spirit of the liberation war and patriotism among the second and third generations of Bangladeshis residing in Canada. HE the High Commissioner also posed for photographs with the valiant freedom fighters.

In his address, HE the High Commissioner, Dr. Khalilur Rahman, highlighted the pivotal role of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, in leading the Bengali nation towards independence. He recalled Bangabandhu’s call for independence on 7 March 1971, in his famous speech at the Racecourse, and the subsequent declaration of independence by him in the early hours of 26 March 1971, urging all to join the liberation war. HE the High Commissioner paid homage to the sacrifices of the 3 million martyrs and the two hundred thousand mothers and sisters who were violated and endured profound suffering during the liberation war. He emphasized the importance of embodying the non-communal spirit of the liberation war in both societal and political lives. Moreover, HE the High Commissioner lauded Bangladesh’s remarkable economic progress, especially in the last one and a half decades under the leadership of Bangabandhu’s able daughter, the current Hon’ble Prime Minister Sheikh Hasina. He called upon all Bangladeshis living at home and abroad to contribute to building a developed and prosperous ‘Smart Bangladesh’ by 2041 under the leadership of the Hon’ble Prime Minister.

HE the High Commissioner acknowledged the wholehearted support of the Government and people of Canada during Bangladesh’s liberation war. He noted the historically excellent friendly bilateral relations between Bangladesh and Canada since the establishment of diplomatic relations on 14 February 1972, especially in the areas of mutual interests, including human rights, development, counter-extremism, women’s empowerment and combating climate change. HE the High Commissioner expressed optimism that the bilateral relationship will expand and strengthen in the future across all domains, including trade and investment.

 

এসএস/সিএ

সংবাদটি শেয়ার করুন