প্রবাসের সংবাদ ফিচার্ড

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ উদযাপন

পহেলা বৈশাখ বাঙালি জাতির সবচেয়ে সার্বজনীন উৎসব : রাষ্ট্রদূত ইমরান
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ উদযাপন

ওয়াশিংটন ডিসি–ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আজ (৬ মে) বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করেছে। এছাড়া দূতাবাস “Passport DC’s Embassy Tour 2023” এর অংশ হিসাবে এক “ওপেন হাউস” অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলা নববর্ষ উদযাপনে উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তন থেকে ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করা হয় । শোভাযাত্রাটি দূতাবাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দূতাবাস প্রাঙ্গণে এসে শেষ হয়।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা দেশীয় বাদ্যযন্ত্র, ঢোল, মুখোশ এবং বিভিন্ন ঐতিহ্যবাহী সরঞ্জাম নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান স্বাগত বক্তব্য রাখেন এবং এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট মিজ আফরিন আক্তার। মার্কিন সরকার ও পররাষ্ট্র দফতরের কর্মকর্তারাও এই আনন্দময় অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যা বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে। দূতাবাসের কর্মকর্তা ও তাদের সহধর্মিণীদের গাওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান—এসো, হে বৈশাখ, এসো এসো—পরিবেশনের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
পরে বৃহত্তর ওয়াশিংটন মেট্রোতে অবস্থিত বাংলাদেশি লোক সাংস্কৃতিক সংগঠন “একতারা” এবং আরেকটি বাংলাদেশি সাংস্কৃতিক দল “অপরাজেয় বাংলা”- এর শিল্পীরা লোকজ ও দেশাত্মবোধক গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। দূতাবাসের কর্মকর্তাদের সন্তানদের চমৎকার গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শেষ হয়।
রাষ্ট্রদূত ইমরান তার বক্তব্যে দেশবাসী, প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের জনগণকে এ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বাংলা নববর্ষ উদযাপনের বর্ণাঢ্য ইতিহাস তুলে ধরে বলেন, “পহেলা বৈশাখ” বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এবং জাতির সবচেয়ে সার্বজনীন উৎসব।
রাষ্ট্রদূত উল্লেখ করেন ২০১৬ সালে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে মানবতার একটি বিমূর্ত ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতি জাতির সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে যথাযথভাবে তুলে ধরতে আহ্বান জানান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত ইমরান বলেন, পহেলা বৈশাখের চেতনা সেই মহান নেতার দর্শন, বিশ্বাস ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে যিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা এবং ধর্মনিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।
তিনি বলেন জাতির জনকের বিচক্ষণ ও সময়োপযোগী নীতি ও নির্দেশনা অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করে বিশ্বে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
দিনব্যাপী এ অনুষ্ঠান উপভোগ করতে বিভিন্ন দেশের প্রায় 10,000 নাগরিক এবং স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। এ উপলক্ষে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়।
বঙ্গবন্ধু অডিটোরিয়ামে জামদানি ও টাঙ্গাইল শাড়িসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের বেশ কয়েকটি স্টল স্থাপন করা হয়। দর্শনার্থীরা অত্যন্ত আগ্রহের সাথে পোস্টার, লিফলেট এবং বই সংগ্রহ করেন যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মহান ভাষা আন্দোলন এবং উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং দর্শনীয় পর্যটন স্থানগুলোকে তুলে ধরে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট এবং ভিসা উইং) মুহাম্মদ আবদুল হাই মিল্টন এবং এর সার্বিক সমন্বয়ে ছিলেন কাউন্সেলর (পলিটিক্যাল-৩) শামীমা ইয়াসমিন স্মৃতি।

Bangla Nabo Borsho celebrated at Bangladesh Embassy in Washington: Pohela Boishakh is the most universal festival of the nation, says Ambassador Imran

Washington DC, 6 May, 2023 – The Bangladesh Embassy in Washington DC celebrated the Bangla Nabo Barsho (Bangla New Year-1430) on Saturday (May 6) with much enthusiasm and fanfare. It also organized an “Open House” program as part of the “Passport DC’s Embassy Tour 2023”.

To celebrate the Bangla Nabo Barsho, a “Mongal Shobhajatra” (a rally of well-being) was brought out from Bangabandhu Auditorium of the Embassy. The traditional procession ended on the Chancery premises after parading the nearby streets of the US capital.

Led by Bangladesh Ambassador to the USA Muhammad Imran, Embassy officials and employees and their family members and invited guests took part in the rally carrying indigenous musical instruments, drums, masks and various traditional items.

Ambassador Imran delivered the welcome address at the function, while Afreen Akhter, Deputy Assistant Secretary, the Bureau of South and Central Asian Affairs (SCA) at the US State Department was present as the guest of honor. Officials of the US Government and State Department also joined the joyful event.

The key attraction of the program was a spectacular cultural show which presented Bangladesh’s rich culture and heritage. The cultural event started with rendering of Biswa Kabi Rabindranath Tagore’s famous song — Esho, He Boishakh, Esho Esho (Come, O Boishakh, Come, Come) — by officials of the Embassy and their spouses.

Later, artistes of “Ektara”, a Bangladeshi folk cultural organization based in greater Washington Metro Area, and “Aparajeyo Bangla” another Bangladeshi cultural group, enthralled the audience by singing folk and patriotic songs. The show ended with excellent performance of songs and dance by children of the officials of the Embassy.

Ambassador Muhammad Imran, in his remarks, extended heartfelt greetings to the countrymen, expatriate Bangladeshis and the US people on the occasion. He highlighted illustrious history of Bangla New Year celebration, saying “Pohela Boishakh” is an integral part of Bengali culture and tradition, and the most universal festival of the nation.

The Ambassador also mentioned that “Mongal Shobhajatra” has been declared as an intangible heritage of humanity by the UNESCO in 2016. He called upon expatriate Bangladeshis to project the nation’s rich history, culture and heritage before the new generations.

Paying deep respect to Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Ambassador Imran said the spirit of the day reflects the philosophy, belief and aspirations of the great leader who dreamt of building a hunger-and-poverty-free developed and prosperous Sonar Bangla (Golden Bangladesh) as well as secular and inclusive society.

He said following the Father of the Nation’s pragmatic and time-befitting policies and guidelines, Prime Minister Sheikh Hasina has taken Bangladesh to a unique height in the world by transforming the country into a role model of development.

Nearly 10,000 enthusiastic foreigners and local residents visited Bangladesh Embassy to enjoy the daylong program. Traditional Bangladeshi foods were displayed and served for the guests.

A number of stalls showcasing Bangladesh’s traditional handicrafts, including Jamdani and Tangail saree, were set up at Bangabandhu Auditorium. The visitors with great interest also collected posters, leaflets and books which portrayed the history of Bangladesh’s independence, the great Language Movement and development as well as rich culture, heritage and tourist spots.

First Secretary (Passport and Visa Wing) Muhammad Abdul Hye Milton conducted program, while Counsellor (Political-III) Shamima Yeasmin Smrite was in its overall coordination.



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন