অবিশ্বাস্য হলেও সত্য

ছিলেন ২৩ বছরের তরুণী- রাতারাতি হয়ে গেলেন বৃদ্ধা!

ছিলেন ২৩ বছরের তরুণী- রাতারাতি হয়ে গেলেন বৃদ্ধা!
থি ফুয়ং। ছবি : সংগৃহীত

ছিলেন ২৩ বছরের তরুণী- রাতারাতি হয়ে গেলেন বৃদ্ধা! এক টুকরো মাছ খেয়ে ২৩ বছরের তরুণী হয়ে গেলেন বৃদ্ধা।  অবিশ্বাস্য মনে হলেও অনেকটা এরকম ঘটনাই ঘটেছে তাইওয়ানে। ভারতীয় সংবাদমাধ্যম ‘জি নিউজ’ এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালে এক মধ্যাহ্নভোজে মাছ খেয়েছিলেন তাইওয়ানের ডেলটা অঞ্চলের বেন ট্রি এলাকার বাসিন্দা থি ফুয়ং। এর পর থেকেই তার সারা শরীর চুলকাতে শুরু করে। শরীরে শুরু হয় অ্যালার্জিক রিঅ্যাকশন। বিগত ১২ বছরে নানা চিকিৎসা করলেও কোনো লাভ হয়নি।  অ্যালার্জির জন্য ধীরে ধীরে বুড়িয়ে যেতে থাকেন তিনি।

চিকিত্সকরা জানিয়েছে, বিরল লাইপোডিসট্রফি অসুখে আক্রান্ত ফুয়ং। এই সিনড্রোমের চিকিৎসা নেই বললেই চলে। সারা বিশ্বে প্রায় দুই হাজার মানুষ এই বিরল রোগে আক্রান্ত। এই অসুখে ত্বকের নিচে পুরু ফ্যাটি টিস্যুর স্তর তৈরি হয়। যার ফলে চামড়া ঝুলে যায়। রোগী বুড়ো হয়ে যেতে শুরু করে।

আরও পড়ুনঃ

সর্বশেষ সংবাদ                                 

কানাডার সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − three =