ছোটবেলা ।।। শীতল চট্টোপাধ্যায়
খেলায় -খেলায় ছোটবেলা
দিন ফুরানোয় রোজ চলে যায় ,
ছোটবেলা ঝোলায় কেড়ে
সূর্য একদিন ডুবে পালায় ৷
অন্ধকারে পাইনা খুঁজে
ছোট ছাতা , ছোট জুতো ,
চোখে -হাতে খুঁজতে থাকি ,
ছোটবেলা পালায় দ্রুত ৷
ছোটবেলার বেলা শেষে
সে এক নতুন সাঁঝের বেলা ,
এদিক তাকাই , ওদিক তাকাই
নেই ছোট সব বড়য় মেলা ৷
এই বড়কে ভাঙতে গেলাম
চাইনা বলি – চিৎকারেতে ,
সাঁঝ বলল – সব ভুলে যা
বড়য় হেঁটে হবে যেতে ৷
সেই সাঁঝেতে বড় হয়েও
খুঁজছি ছোটর লাটাই-ঘুড়ি ,
ঘুড়ির বদল দেখছি শুধুই
সাঁঝ ডানাটার ওড়াউড়ি ৷
ছোট কাঁথা, ছোট বালিশ
ভাত খাওয়া সেই ছোট থালা ,
যতই খুঁজি কোথাও নেই
ছোটর ঘরে সাঁঝের তালা ৷
পিছু ফিরে হ্যারিকেনের
আলোতে যেই একলা দাঁড়াই ,
দেয়ালেতে আমার ছায়া
সে-ও বড়য় , আর ছোট নাই ৷
এমনি শেষের ছোটবেলায়
বড়বেলা এমনি জোড়ে ,
ছোটবেলা হাত ছেড়ে দেয়
দাঁড় করিয়ে বড়র মোড়ে ৷
ছোটবেলা – ছোটবেলা
যতই ডাকি পিছু ফিরে ,
ছোটবেলার টুকরোগুলো
সব ঢেকে দেয় রাতটা ঘিরে ৷
বেশি ভাতের বড় থালা
বিছানাটাও লম্বা হঠাৎ ,
বড়তে শুই ,বড়য় ছোঁব
প্রভাতকে কাল পেরিয়ে রাত ৷
প্রভাত হলো কিন্তু সূর্য
আজকে দেখা যায়নি যে লাল ,
ছোটবেলা নিয়ে সূর্য
সেই যে…. গেল পালিয়ে কাল !
জগদ্দল , উত্তর ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ