জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডার বার্ষিক সাধারণ সভা গত ২ ফেব্রুয়ারি স্থানীয় বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি দেবব্রত দে তমালের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত বছরের হিসেব বিবরণীসহ সংগঠনের সংশোধিত সংবিধান অনুমোদন করা হয়।
সভার শুরুতে সংগঠনের আর্থিক হিসাব বিবরণী পেশ করেন সহ-অর্থ সম্পাদক তানভীর রেজা চৌধুরী।
সংগঠনের গঠনতন্ত্র সংশোধনের জন্য সর্বমোট ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতির দ্বারা এটি স্বাক্ষরিত করে অনুমোদন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও বোর্ড অফ ট্রাস্টি, উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং টরন্টোতে বসবাসরত জালালাবাদবাসীর পক্ষ থেকে বেশ কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
সভায় সংগঠনের কার্যক্রম, গঠনতন্ত্র এবং নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সহ-সভাপতি ইন্তেখাব চৌধুরী তুহিন এবং সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি। সংগঠনের সদস্য নিবন্ধন প্রক্রিয়া শীঘ্রই শুরু করার ঘোষণা করা হয়।
সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি দেবব্রত দে তমাল।