গতকাল সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে আশরাফুল ইসলাম ওমর (৪২) মারা গেছেন। গতকাল ১০ এপ্রিল শুক্রবার রাত ৯টায় টরন্টোর ইষ্টইয়র্ক জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও ১১ বছরের এক পুত্র সন্তান রেখে গেছেন। তার আদি বাড়ি ঢাকার শান্তিনগরে। তার অকাল প্রয়াণে কমিউনিটেতে শোকের ছায়া নেমে আসে। সোশ্যাল মিডিয়াতে ছবিসহ শোক ও স্মৃতিচারণ করছেন অনেকেই। মাত্র দু’ঘন্টার ব্যবধানে টরন্টোতে কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’জন তরুন চলে গেলেন না ফেরার দেশে। এ নিয়ে চার জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেন। তন্মধ্যে টরন্টোতে তিনজন এবং অটোয়াতে একজন। তাঁরা হলেন গত ৪ এপ্রিল শরিয়তুল্লাহ এবং গত ৫ এপ্রিল টরন্টোতে বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান এবং ১০ এপ্রিল গতকাল টরন্টোতে জামাল আলী। একের পর এক করোনায় আক্রান্ত হয়ে মুত্যুবরণ করাতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে পাশাপাশি ভয় আর শংকা বিরাজ করছে।
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন