কানাডার টরন্টোতে বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান চলে গেলেন না ফেরার দেশে। করোনায় আক্রান্ত হয়ে ছেড়ে চলে গেলেন মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, সবার পরিচিত বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান ( সবার প্রিয় তুতি ভাই)। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন…। বড়লেখার গল্লাসাংগন গ্রামে তুতিউর রহমান জন্মগ্রহণ করেন। নিজ গ্রামে বা এলাকায় তছই নামেও তিনি সমধিক পরিচিত৷ বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক ছিলেন তিনি। দুই মেয়ে ও এক ছেলের জনক তুতিউর রহমান স্ত্রী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন৷
ক্রেস্ট নিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান । ছবিঃ মনির বাবু
হাজী তুতিউর রহমান টরন্টোর প্রথম বাংলাদেশি যিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন। তাঁর দেশের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখায়। এ নিয়ে বাংলাদেশি ক্যানাডিয়ান দু’জন কোভিড-১৯ করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। প্রথমজন ছিলেন কানাডার রাজধানী অটোয়ার শরিয়ত উল্ল্যা। পর পর দু’জনের মৃত্যুতে এবং কয়েকজন আক্রান্ত থাকাতে কমিউনিটির মধ্যে এক অজানা ভয় ও শংকা বিরাজ করছে। বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমানের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গরা পৃথক পৃথকভাবে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।
সিবিএনএ/এসএস