কানাডার সংবাদ

টরন্টোতে বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান চলে গেলেন

 

কানাডার টরন্টোতে বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান চলে গেলেন না ফেরার দেশে। করোনায় আক্রান্ত হয়ে  ছেড়ে চলে গেলেন মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, সবার পরিচিত বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান ( সবার প্রিয় তুতি ভাই)। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন…। বড়লেখার গল্লাসাংগন গ্রামে তুতিউর রহমান জন্মগ্রহণ করেন। নিজ গ্রামে বা এলাকায় তছই নামেও তিনি সমধিক পরিচিত৷ বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক ছিলেন তিনি। দুই মেয়ে ও এক ছেলের জনক তুতিউর রহমান স্ত্রী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন৷

ক্রেস্ট নিচ্ছেন  বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান  ।  ছবিঃ মনির বাবু

হাজী তুতিউর রহমান টরন্টোর প্রথম বাংলাদেশি যিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন। তাঁর দেশের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখায়। এ নিয়ে বাংলাদেশি ক্যানাডিয়ান দু’জন কোভিড-১৯ করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। প্রথমজন ছিলেন কানাডার রাজধানী অটোয়ার শরিয়ত উল্ল্যা। পর পর দু’জনের মৃত্যুতে এবং কয়েকজন আক্রান্ত থাকাতে কমিউনিটির মধ্যে এক অজানা ভয় ও শংকা বিরাজ করছে। বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমানের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গরা পৃথক পৃথকভাবে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।

 

সিবিএনএ/এসএস


 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − one =