টরন্টোতে ‘৭১ এর গণহত্যার’ জাতিসংঘের স্বীকৃতির দাবীতে অনুষ্ঠান
লায়লা নুসরাত। কা না ডা র সংবাদ
December 16, 2022
’৭১ এর গণহত্যার জাতিসংঘের স্বীকৃতির দাবি
টরন্টোতে ‘৭১ এর গণহত্যার’ জাতিসংঘের স্বীকৃতির দাবীতে অনুষ্ঠান
কানাডার টরন্টোতে শহীদ বুদ্ধিজীবী দিবসে সন্ধ্যায় টরন্টোর ২৫৫০ ড্যানফোর্থ এভিনিউ’র ইউনাইটেড হোপ চার্চ অডিটোরিয়ামে ‘কানাডিয়ান কোয়ালিশন ফর রিকগনিশন অব বাংলাদেশ জেনোসাইড ইন ১৯৭১’ এর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংঘটিত গণহত্যার জাতিসংঘের স্বীকৃতির দাবীতে এক আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমবেত সংগীত
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ধারণকৃত বিভিন্ন টেলিভিশনের ফুটেজ এবং এ যুদ্ধের উপর নির্মিত বিভিন্ন প্রামাণ্য চলচ্চিত্রের গণহত্যা সম্পর্কীত অংশের সম্পাদিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত। ৩০ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রটি সম্পাদিত করেন চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুল।
প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এ পর্যায়ে স্মৃতিচারণ ও বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ মোর্তুজার কন্যা দ্যুতি অরনি।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভাস্থ জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশনে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবির বিষয়টি প্রথমবারের মত এজেন্ডাভুক্ত ও আলোচিত হয়।
মুক্তিযুদ্ধের ৫১ বছর পর এই প্রথম জাতিসংঘ মানবাধিকার পরিষদে বাংলাদেশে সংঘটিত ভয়াবহতম, বীভৎস ও বর্বর গণহত্যা নিয়ে আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশের মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী বাংলাদেশীরা এই গণহত্যার জাতিসংঘের স্বীকৃতির দাবীতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কানাডার টরন্টো শহরেও স্বাধীনতাকামী প্রবাসীরা এই দাবীর পক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে আসছে।
বাংলাদেশের গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি বিষয়ক মূল বক্তব্য উপস্থাপন করেন সাবেক ছাত্রনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন এজিএস নাসির উদ দুজা।
অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন নাসির উদ দুজা
এছাড়াও এ দাবীতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আকবর কবির, মুক্তিযোদ্ধা ছানাউল ইসলাম খান, মুক্তিযোদ্ধা ডঃ আজিজুল হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিপি ফায়জুল করিম, সাংস্কৃতিক কর্মী নওশের আলী, মিনারা বেগম, সুমন সাঈয়েদ, ম্যাক আজাদ, সাংবাদিক শওগাত আলী সাগর, মানবাধিকার কর্মী আরমান রশিদ এবং চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুল।
বক্তারা তাঁদের আলোচনায় বাংলাদেশে সংঘটিত গণহত্যার যৌক্তিক দাবীর বিষয়ে আলোকপাত করেন, সেই সাথে এই প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এক হয়ে কাজ করার আহবান জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গান, নাচ ও কবিতা পরিবেশিত হয়। বাংলাদেশের কিংবদন্তী হাইওয়ান গিটারিস্ট এনামুল কবির গিটারে মুক্তিযুদ্ধের একটি গান পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন টরন্টোর সাংস্কৃতিক জগতের প্রিয় মুখ অরুণা হায়দার।
স্মৃতিচারণ করছেন শহীদ বুদ্ধিজীবী কন্যা দ্যুতি অরনি
কবি শামসুর রাহমান এবং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা আবৃত্তি করেন যথাক্রমে দিলারা নাহার বাবু ও কামরান করিম। এছাড়া মুক্তিযুদ্ধের সমবেত সংগীত পরিবেশন করেন সুমন সাঈয়েদ, নাহিদ কবির কাকলী, মৈত্রেয়ী দেবী, ফারহানা শান্তা, শাপলা শালুক, ফারজানা বিন্দু, বিদিতা, নুজাত শারিন, মোহাম্মদ শফিক, ইভানা, ওমর, হিরা ও সোহানা। সাংস্কৃতিক অনুষ্ঠানে তবলায় সংগত করেন রাজীব ও মামুন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে ’৭১ এর গণহত্যার জাতিসংঘের স্বীকৃতির দাবীর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিস রফিক।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাঁকজমকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করেছে। তবে সাত মাসের মধ্যেই দলটির শীর্ষ নেতারা আর এককভাবে রাজনীতি না করে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। এ লক্ষ্যে এনসিপি ও গণঅধিকার পরিষদের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন, নতুন […]
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানি সিনেমা পাকিস্তানি হানাদারদের সঙ্গে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। আর দখলদার পাকিস্তান লজ্জাজনক পরাজয় বরণ করে। এর আগে বাঙালিদের ওপর পৈচাশিক নির্যাতন চালায় পাকিন্তানি বাহিনী। এবার নিজেদের কুকর্ম পাকিস্তান তুলে ধরছে তাদের সিনেমায়! আগামী ১৯ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাবে ‘খেল খেল ম্যায়’ নামের একটি […]
বিদেশি শিক্ষার্থীদের এখনই কানাডায় আসতে বারণ করছে সরকার চলতি বছরের ১৮ মার্চ ও এর পরবর্তী সময়ে স্টাডি পারমিট পাওয়া বিদেশি শিক্ষার্থীদের এখনি কানাডায় আসতে নিষেধ করছে সরকার। তার আগে অনুমোদন পা্ওয়া শিক্ষার্থীদেরও ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করার আগে খোঁজ খবর নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সকল বিদেশি শিক্ষার্থীদের নতুন নির্দেশনা জানিয়ে চিঠি পাঠাচ্ছে কানাডা ইমিগ্রেশন। গত ২১ […]