কানাডার সংবাদ

টরন্টো ইউনিভার্সিটি ছাত্র সংসদের প্রেসিডেন্ট হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মুনতাকা

টরন্টো ইউনিভার্সিটি ছাত্র সংসদের প্রেসিডেন্ট

টরন্টো ইউনিভার্সিটি ছাত্র সংসদের প্রেসিডেন্ট হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মুনতাকা

 

কানাডার অত্যন্ত সম্মানজনক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব টরন্টোর ছাত্র সংসদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী মুনতাকা আহমেদ।

তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্ধির চেয়ে মাত্র  ১৫৬ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হয়েছে।তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৭১৭ ।

আগামী ২০২০-২০২১ মেয়াদের জন্য তিনি ইউনিভার্সিটি অব টরন্টোর শিক্ষার্থীদের নেতৃত্ব দেবেন।

গত ২১-২৫ মার্চ অনলাইনে শিক্ষার্থীরা ভোট দেয়। কাল বুধবারই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করা হয়।

 

ইমিউনোলোজি এবং হেল্থ অ্যান্ড ডিসিজ- দুই বিষয়ে মেজর নিয়ে তৃতীয় বর্ষের ছাত্রী মুনতাকা এর আগে ইউনিভার্সিটিতে নানা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। ইউনিভার্সিটি অব টরন্টোর বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশনের মার্কেটিং কো ডিরেক্টর, মুসলিম স্টুডেন্ট এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট (ফিনান্স) এবং ইউনিভার্সিটি অব টরন্টো স্টুডেন্ট ইউনিয়ন ক্লাবের এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট হিসেবে ক্যাম্পাসে নিজের যোগ্যতার প্রমান দিয়েছেন ।এবার বৃহত্তর পরিসরে শিক্ষার্থীদের নেতৃত্ব  দেয়ার সুযোগ পেলেন তিনি।

মুনতাকা আহমেদ টরন্টোয় বাংলাদেশ কনসাল জেনারেল নাইমউদ্দিন আহমেদের মেয়ে।

সূত্রঃ নতুনদেশ ডটকম

 

সি/এসএস



 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − two =