ট্রাকচাপায় পেট ফেটে নবজাতকের জন্ম, বাবা-মা নিহত
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় বাবা-মা ও ভাইকে হারিয়েছে পেট ফেটে সড়কেই জন্ম নেওয়া নবজাতক। তবে দুর্ঘটনায় নবজাতকের একটি হাত ভেঙে গেলেও সুস্থ আছে। বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে ত্রিশাল পৌর শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রায়মনি এলাকার জাহাঙ্গীর আলম (৪২) তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না আক্তার ও তাদের ৬ বছরের কন্যা সন্তান সানজিদা।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, নিহত স্বামী-স্ত্রী ও তাদের পাঁচ বছরের সন্তান নিয়ে ওই অন্তঃসত্ত্বা নারীর আল্টাসনোগ্রাফি করাতে এসেছিলেন। রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও সন্তান মারা যায়। এসময় ট্রাক চাপায় অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে নবজাতক বেরিয়ে যায়।
-সূত্রঃ জনকন্ঠ