Rabindranath Tagore: আমেরিকায় কবিগুরুর স্মৃতির বাড়ি কিনলেন দুই বাঙালি , রবীন্দ্রনাথ সত্যিই যেখানে থেকেছিলেন এ বাড়িতে রবীন্দ্রনাথ সত্যিই থেকেছিলেন। প্রায় ১১০ বছর আগে। এখানেই লেখা হয়েছিল নোবেলজয়ী ‘গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদ। এই বাড়িতে বসেই কবি উইলিয়াম বাটলার ইয়েটস-সহ একাধিক খ্যাতনামীকে প্রচুর চিঠি লিখেছেন রবীন্দ্রনাথ। পেয়েওছেন। পড়াতে গিয়েছেন হার্ভার্ডে। আইওয়া-শিকাগোতে গিয়েছেন এ বাড়ি থেকেই। রবীন্দ্র-স্মৃতিমাখা সেই বাড়ি […]
বহুরূপী করোনাকে অভিশাপ ===================== করোনা তোর, রূপের বাহার – দেখতে লাগে ভালো ডাইনী তুমি, ভিতরটা তোর – এতই বুঝি কালো! মানুষ তোমার, নাম শুনে আজ – কাপছে ভয়ে ডরে কবে তুমি, পালিয়ে যাবে – এ ধরাধাম ছেড়ে? লক্ষ লক্ষ মানুষ তুমি – করছো যে আক্রান্ত আর কত দূর, এগিয়ে গেলে – হবে তুমি শান্ত? বৃদ্ধ […]
অমরি || মনিরুজ্জামান প্রমউখ গল্পের মূখ্য চরিত্রের একটা নাম দেয়া দরকার । চরিত্র যার সে একটা কুকুর । নাম দিলাম অমরি । দেখতে সে নিরীহ যথেষ্ট, অন্য হতে। সুন্দর এর লুকে, মানানসই এর ঘরের সদস্য নয় সে। দেখলে ম্যামোথ্যামো লাগে, এমন। না তুচ্ছ, না স্বচ্ছ। মেদহীন দেহের গড়ন। কিছু-টা সাইক্লোন ঝড় যে ওর শরীর বেয়ে- […]