প্রবাসের সংবাদ ফিচার্ড

দক্ষিণ কোরিয়ার ইয়নসে বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্ণার’ প্রতিষ্ঠা

দক্ষিণ কোরিয়ার ইয়নসে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারপ্রতিষ্ঠা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সিউলস্থ বাংলাদেশ দূতাবাস আজ ২৬শে জুলাই ২০২১ তারিখে দক্ষিণ কোরিয়ার ইয়নসে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্ণার’ স্থাপন করেছে।

বিশ্ববিদ্যালয় ও দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে, রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও বিশ্ববিদ্যালয়টির গ্রন্থাগারের প্রেসিডেন্ট Yong-Cheol Kim যৌথভাবে ‘বঙ্গবন্ধু কর্ণার’টি উদ্বোধন করেন। উল্লেখ্য, ইয়নসে বিশ্ববিদ্যালয় দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় বেসরকারী বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে অন্যতম এবং QS Global World Rankings 2022 অনুযায়ী বিশ্বে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৭৯ তম। ইয়নসে বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সমৃদ্ধ এই গ্রন্থগারটিতে ৩০ লক্ষাধিক বই, জার্নাল ও ম্যাগাজিন রয়েছে এবং ত্রিশ হাজারের অধিক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করছে।

কোরিয়ান ভাষায় অনুবাদকৃত ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’, ‘বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো’ ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র পাশাপাশি উক্ত ‘বঙ্গবন্ধু কর্ণার’-এ রয়েছে ইংরেজী ভাষায় লিখিত জাতির পিতার জীবন ও রাজনৈতিক দর্শন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কিত বেশ কিছু তথ্যসমৃদ্ধ বই। ‘বঙ্গবন্ধু কর্ণার’-এর এ সকল বই থেকে দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অসামান্য আত্মত্যাগ ও অনন্য ভূমিকাসহ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে অবহিত হতে পারবে। এর ফলে, বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনা ও আদর্শ দক্ষিণ কোরিয়ার গণ্ডী পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশ ও বঙ্গবন্ধু সম্পর্কে তারা আগ্রহী হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।

সিউল, ২৬ জুলাই ২০২১।

‘Bangabandhu Corner’ established in the Yonsei University

As part of the Birth Centenary Celebration of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, the Embassy of Bangladesh in Seoul established a Bangabandhu Corner in the library at the main campus of Yonsei University in Seoul, today, on 26th July 2021.

In presence of the officials of the Embassy as well as from the Library of Yonsei University, Ambassador Abida Islam and Mr. Seoung Hwan Suh, President of the Yonsei University Library jointly inaugurated the Bangabandhu corner. It may be mentioned that Yonsei University is one of the top private universities in the Republic of Korea and presently it is ranked 79 in the QS Global World Rankings 2022 among the universities of the world. Yonsei Library contains more than 3 million books, journals, and magazines and over 30,000 students are pursuing higher studies in this university.

Apart from Korean versions of ‘Historic 7thMarch Speech’, ‘Bangabandhu: The People’s Hero’, and ‘The Unfinished Memoirs’, the corner contains a number of publications in English on Bangabandhu, his life and works, history of Bangladesh’s War of Liberation including a few on the rich cultural heritage and tradition of Bangladesh.  From all these books of ‘Bangabandhu Corner’, the young generation of other countries including from South Korea will be able to enrich their knowledge about the history, heritage, and culture of Bangladesh including Bangabandhu’s life, his struggles and sacrifices, his contributions in founding an independent Bangladesh. Resultantly, Bangabandhu’s political philosophy and ideology will spread to the younger generation of different countries of the world beyond the borders of South Korea and they are expected to become more interested in Bangladesh and Bangabandhu.


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন