দূর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২০ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি(তদন্ত) সুধীন চন্দ্র দাশ, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ, কমলগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ^জিৎ রায়, শমসেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল দাশ, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অঞ্জন রায় চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার পূজা মন্ডপসমূহের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন