দেশের সংবাদ

দেশে করোনা শনাক্ত হাজার ছাড়াল

গত ২৪ ঘন্টায় দেশে করোনা শনাক্ত

 

দেশে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গতকাল সোমবারের চেয়ে আজ মঙ্গলবার আরও বেড়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এক দিনে এটা সর্বোচ্চ শনাক্ত। দেশে এই প্রথম এক দিনে শনাক্তের সংখ্যা ২০০ ছাড়াল। একই সময় মারা গেছেন ৭ জন।

আজ মঙ্গলবার করোনভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।

এ নিয়ে দেশে করোনা শনাক্ত রোগী দাঁড়াল ১ হাজার ১২ জন। আর মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৪৬।

গতকাল শনাক্তের সংখ্যা ছিল ১৮২। মৃত্যু হয় ৫ জনের।

গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯০৫ জনের। গতকাল পরীক্ষা হয় ১ হাজার ৫৭০ জনের।

আজকের ব্রিফিংয়ে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নতুন করে সুস্থ হননি। তাই সুস্থ রোগীর সংখ্যা আগে যা ছিল, এখনো তাই। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ জন।

 

করোনার সময়ে জরুরি সাহায্য পেতে ফোন করুন

call center

সর্দি-কাশি ও জ্বরে চিকিৎসকের পরামর্শ

জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)

নম্বর: ১০৬৫৫ ও ০১৯৪৪৩৩৩২২২

ই–মেইল: [email protected]

করোনাবিষয়ক তথ্য পেতে এবং সম্ভাব্য আক্রান্ত ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে ওয়েবসাইট: corona.gov.bd

স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬২৬৩

স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বর ৩৩৩

 

সশস্ত্র বাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর: ০১৭৬৯০৪৫৭৩৯

মিথ্যা বা গুজব প্রচারের বিষয়টি নজরে এলে

৯৯৯  অথবা ৯৫১২২৬৪, ৯৫১৪৯৮৮

 

দাফন কার্যক্রমে সহায়তা পেতে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই যুগ্ম সচিবের

মুঠোফোন নম্বর: ০১৭১২০৮০৯৮৩ ও ০১৫৫২২০৪২০৮

 

করোনা পরিস্থিতিতে সহায়তার জন্য

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারে ফোন বা এসএমএস করা যাবে, প্রতি দিন এবং যেকোনো সময়। টোল ফ্রি নম্বর: ১০৯

 

মনঃসামাজিক সহায়তা সেল

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মনঃসামাজিক সহায়তা সেল চালু করেছে। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে ফোনকলের মাধ্যমে সেবা মিলবে।

ফোন:  ০১৮১১৪৫৮৫৪১০১৮১১৪৫৮৫৪২

 

মুঠোফোনে দন্ত রোগের চিকিৎসা

মুখ ও দাঁতের চিকিৎসা পেতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সদস্যদের মুঠোফোনে যোগাযোগ করে চিকিৎসা নেওয়া যাবে।

 নম্বর: ০১৭১১১৩৬৩৬২, ০১৭৪১৪৯০১৩৪, ০১৭১১৫৪০০৪৫, ০১৭১১৯৩৭৫৯০, ০১৭১১৮০০০৪৯, ০১৭১২৪৮৬৫৪৮ ০১৭১৫০৭৫৭৪০, ০১৭১৭২১১১০৫, ০১৮১৭৫৪১০০৫  ০১৮১৭০৯৪৩৩১

 

জরুরি ত্রাণ পেতে

ঢাকা জেলা প্রশাসনের হটলাইন: ০২৪৭১১০৮৯১, ০১৯৮৭৮৫২০০৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ০১৭০৯৯০০৭০৩, ০১৭০৯৯০০৭০৪

 ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরামর্শ সেবা

পাঁচটি অঞ্চলে করোনাভাইরাস–সংক্রান্ত চিকিৎসা তথ্য ও পরামর্শ সেবা চালু।

মগবাজার: ৯৩৫৫২৭৭, মোহাম্মদপুর: ০১৩১১-৯৪৬৪৩২, মাজার রোড, মিরপুর: ০১৩০১-৫৯৬৮৩৯,
বর্ধিত পল্লবী, মিরপুর: ০১৭৭০-৭২২১৯৪ এবং উত্তরা: ০১৩১৪-৭৬৬৫৪৫

সূত্রঃ প্রথম আলো

 

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন


 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 12 =