দেশের সংবাদ ফিচার্ড

Probaho supplies water to 300,000 people in crisis-prone zones

Probaho supplies water to 300,000 people in crisis-prone zones

It celebrates 15 years on the World Water Day 2024

[Dhaka, 22 March, 2024] Over 20,000 people are receiving pure drinking water since Prohabo has installed another six purification plants recently in the coastal regions of the country. With this, the number of such plants stands at 121 across 23 districts supporting around 300,000 beneficiaries, who were earlier suffering from severe water crises.

The new plants will be launched when Probaho, a private sector-led initiative, celebrates its 15th anniversary on World Water Day 2024 (Friday).

The initiative supports marginalized communities in supplying safe drinking water, especially in the country’s salinity-prone southern region (in line with the UN Sustainable Development Goal 6).

“On its 15th anniversary, Probaho pledges to continue supporting communities in the coastal belt to mitigate the water crisis escalated by climate change. We are trying to offer a model solution to the water crisis, that is sustainable,” said Ahmed Raihan Ahsanullah, representative of Probaho.

The purification plants in satkhira are set up with advanced reverse osmosis technology and run in a financially self-sustaining manner with meager contributions from the beneficiaries.

It has also undertaken a few successful public-private partnerships, working with Rajshahi City Corporation, Border Guards Bangladesh in St. Martin’s Island and others.

Probaho started its journey in 2009 and has in the meantime contributed to address three critical issues of water in Bangladesh – arsenic contamination, water scarcity in the hilly region and drinking water crisis caused by salinity in the coastal belt. Probaho’s legacy of 15 years provides the inspiration to move forward with pride and purpose, ensuring a safer today and tomorrow for all.

 

সংকটপ্রবণ এলাকায় ৩ লাখ মানুষের মাঝে নিরাপদ খাবার পানি সরবরাহ করছে প্রবাহ বিশ্ব পানি দিবস ২০২৪ -এ প্রবাহের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

[ঢাকা, ২২ মার্চ, ২০২৪] দেশের উপকূলীয় অঞ্চলে সম্প্রতি ‘প্রবাহ’-এর স্থাপন করা ছয়টি পরিশোধন প্ল্যান্টের মাধ্যমে নিরাপদ ও সুপেয় পানি পাচ্ছেন ২০ হাজারেরও বেশি মানুষ। এর মধ্য দিয়ে, ২৩টি জেলায় প্রবাহ উদ্যোগের অধীনে এ ধরনের প্ল্যান্টের সংখ্যা দাঁড়ালো ১২১টিতে। এ উদ্যোগের সুবিধাভোগী প্রায় তিন লাখ মানুষ, যারা আগে বিভিন্নভাবে পানির সংকটে ভুগেছেন।

বিশ্ব পানি দিবস ২০২৪-এ বেসরকারি খাত পরিচালিত উদ্যোগ প্রবাহ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন প্ল্যান্টগুলো উদ্বোধন করা হবে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৬ষ্ঠ লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে প্রান্তিক জনগোষ্ঠী; বিশেষ করে লবণাক্ততাপ্রবণ দক্ষিণাঞ্চলের জনগোষ্ঠীর মাঝে নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

এ বিষয়ে প্রবাহ প্রতিনিধি আহমেদ রায়হান আহসানউল্লাহ্‌ বলেন, “প্রবাহের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে, এ উদ্যোগের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানির সংকট মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি গ্রহণ করছি। পানির এই সংকট নিরসনে টেকসই একটি মডেল সমাধান নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছে প্রবাহ।”

উপকূলীয় অঞ্চলের এই পরিশোধন প্ল্যাটগুলোতে সর্বাধুনিক রিভার্স অসমোসিস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সুবিধাভোগীদের সহায়তায় আর্থিকভাবে স্ব-নির্ভর পদ্ধতিতে এ পরিশোধন প্ল্যান্টগুলো পরিচালিত হয়।

প্রবাহ’র মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) বেশকিছু সফল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার ধারাবাহিকতায়, এ উদ্যোগ রাজশাহী সিটি করপোরেশন ও সেন্টমার্টিন দ্বীপে বিজিবি (বর্ডার গার্ডস বাংলাদেশ) সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ করছে।

২০০৯ সালে যাত্রা শুরু করে প্রবাহ। যাত্রা শুরুর পর থেকে এ উদ্যোগ আর্সেনিক দূষণ, পার্বত্যঞ্চলে পানির স্বল্পতা এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে সৃষ্ট সুপেয় পানির সংকট – বাংলাদেশের পানির তিনটি অন্যতম প্রধান সমস্যা সমাধানে ভূমিকা রেখেছে। প্রবাহ’র ১৫ বছরের এ যাত্রা গর্ব ও প্রত্যয় নিয়ে সবার জন্য নিরাপদ আজ ও আগামী নিশ্চিতে অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছে।


এসএস/সিএ

 

সংবাদটি শেয়ার করুন