দেশের সংবাদ ফিচার্ড

দেশে মোট ভোটার সংখ্যা কত, জানাল ইসি

ec

হালনাগাদ শেষে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৬১২ জন। নতুন ভোটার যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, আগামী ২ মার্চ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। সেই তালিকা অনুযায়ী পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাবেন ভোটাররা।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘২০২৪ হালনাগাদে অন্তর্ভুক্ত ভোটার সংখ্যা ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৮৫ হাজার ৫১৬ জন, নারী ভোটার ৬ লাখ ৪৭ হাজার ৭৭৪ জন ও হিজড়া ভোটার ৬২ জন।

সূত্র : মানবজমিন

এফএইচ/বিডি
সংবাদটি শেয়ার করুন