ফিচার্ড সাহিত্য ও কবিতা

বিচিত্র কুমার এর একগুচ্ছ কবিতা

বিচিত্র কুমার এর একগুচ্ছ কবিতা
————————————————————————–
১. সেদিন 

তোমাকে আমি শতশত প্রজাপতি মাঝে
সেদিন মুগ্ধনয়নে দেখছিলাম বারবার,
তুমি ডানামেলে উড়ছিলে ফুলে ফুলে
আমার দিকে ফিরেও চাওনি একবার।
হয়তো বা অন্য কেউ—
তোমার কল্পনার দ্বার।

কী যে দারুন লাগছিলো তোমায়
রেশমীচুরি আর হলুদ বর্ণ শাড়িতে,
আমার দু’চোখ ফিরাতে পারছিলাম না
যেন কোন এক অদ্ভুত মায়াতে।
অবশেষে পৃথিবীর বুক চিড়ে সন্ধ্যা নামল

এ সুন্দর প্রকৃতিতে আবার।


ফিরে এসে যখন নিশিতে চাঁদের দিকে তাকাছিলাম
তখন তোমার মায়াবী মুখটি বারবার প্রতিফলিত হচ্ছিল
আমি দু’চোখের পাতা কিছুতেই এক করতে পারছিলাম না
সেই দৃশ্যগুলো বুকের মধ্যে শুধু আনছান করছিল।
ইচ্ছে করছিল রঙতুলিতে তোমার ছবি
এ হৃদয়মাঝে আঁকতে বারবার।
———————————————————————————–

২. প্রথম প্রেমের স্মৃতি


তোমাকে যত ভুলে যেতে চাই
ততো বেশি মনে পড়ে স্মৃতি,
আঁধারে জ্বলে ধিকধিক করে

জ্বলন্ত মোমের বাতি।


গলেগলে শেষ হয় সেই জ্বলন্ত প্রদীপ
তবু বুকে থাকে অবশিষ্ট অঞ্জলি,
সাদা কাপড়ে যেমন ওঠেনা

বারবার ধুয়েও রঙের কালি।


শতাব্দীর পর শতাব্দী আমি শতরূপে শতবার
গেঁথেছি প্রেমে নিত্যনতুন ফুলের মালা,
তবু মনে পড়ে তোমার কথা

নিশিতরাতে একলা বালা।


ঋতুর পর ঋতু যায়
জোযার ভাটা পথ হারায়,
তবু বসন্ত এসে মন রাঙায়
এখনো সেই কোকিল ঘুমভাঙ্গায়।
———————————————————————-

৩.  ভালোবাসা


ভালোবাসা একটা অনুভূতি
যা মনের সাথে মনের একটা টান,
ভালোবাসা সুখের একটা স্বপ্ন

কিম্বা বুকে লেখা কারু প্রিয় নাম।


ভালোবাসা যেন একটা উড়ন্ত প্রজাপতি
সুদূর থেকে দেয় শুধু হাতছানি,
দিবানিশি তার জন্য শুধু ছটফটানি

কিম্বা হঠাৎ আকাশের বুকে দুফোঁটা পানি।


ভালোবাসা হচ্ছে মনের মধ্যে লুকানো একটা স্বপ্ন
যা একজন লেখকের অপ্রকাশিত পাণ্ডুলিপির মত,
কেউ লাইফে প্রকাশ করতে পারে কেউবা পারে না
সবাই শুধু অনুভাব করতে পারে একান্ত।
—————————————————————————————–

০৪.  ফিনিক্স পাখি


সবার কল্পনা জগতেই
একটা ফিনিক্স পাখি থাকে,
যে পাখির কখনো মৃত্যু নেই
মৃত্যুর পরও আবার বেঁচে উঠে

         অগ্নিদগ্ধ ভস্ম থেকে।


ফিনিক্স পাখির জীবন কাহিনী
ঠিক আমাদের স্বপ্নের মতো,
যাব কোন মৃত্যু নেই কখনো

মানুষের আত্মার মতো।


তুমি আমার জীবনে ঠিক
ফিনিক্স পাখির মতো রয়েছো,
আমার নিশ্বাসে প্রশ্বাসে হৃতপিণ্ডে
আনন্দ বেদনার রঙে বয়ছো।
——————————————————————————————————

সংবাদটি শেয়ার করুন