ফিচার্ড বিনোদন

চলচ্চিত্রের বিভাজনে বিশ্বাসী নন রুনা

রুনা খান

চলচ্চিত্রের বিভাজনে বিশ্বাসী নন রুনা

রকিব হোসেন । অভিনয়টা নিজের হূদয়ে দারুণ লালন করেন রুনা খান। টিভি নাটকের বাইরে কয়েকটি চলচ্চিত্রেও তিনি তার অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। এই মাধ্যমেও সফল তিনি। তৌকীর আহমেদের হালদা, বদরুল আনাম সৌদের গহীন বালুচর ছবিতে তার অভিনয়ের পাওয়ার দেখেছেন দর্শক।

রুনা খান বলেন, ‘প্যারালাল ঘরানার ছবির দর্শক দিন দিন বাড়ছে আমাদের দেশে। ফলে এই ধারার ছবির নির্মাণও আগের তুলনায় বেড়েছে। আসলে আমি চলচ্চিত্র নিয়ে কোনো বিভাজনে বিশ্বাসী নই। সারা পৃথিবীর ইন্ডাস্ট্রিতেই নাচে গানে ভরপুর ছবির পাশাপাশি বিষয় ভিত্তিক বিভিন্ন গল্প নিয়ে জীবন ঘনিষ্ঠ ছবি নির্মিত হয়। আর আমি মনে করি, কোনো পরিচালকই এই উদ্দেশ্য নিয়ে ছবি নির্মাণ করেন না যে, ছবিটি তিনি, তার ফ্রেন্ড সার্কেল কিংবা তার পরিবারের সদস্যরাই উপভোগ করবেন। একজন পরিচালক একটি ছবি সব দর্শকের জন্যই নির্মাণ করেন। তিনি চান তার ছবিটি বা তার বক্তব্য সকল দর্শকের কাছে পৌঁছাক। এ ছাড়া চলচ্চিত্র তো বড় রকমের আর্থিক বিনিয়োগেরও বিষয়। প্রত্যেক প্রযোজকের চাওয়া তার ছবির লগ্নিকৃত অর্থ যেন উঠে আসে।’

মাঝে ‘কালো মেঘের ভেলা’ নামের একটি ছবিতে অভিনয় করেও আলোচিত হয়েছেন রুনা খান। খ্যাতনামা কবি নির্মলেন্দু গুণের কিশোর উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন কবির তনয়া মৃত্তিকা গুণ। এই ছবিতে রুনা খানের দারুণ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। এতে এ অভিনেত্রীর চরিত্রের নাম রোজি। রেললাইনের পাশে এক বস্তিতে বসবাস করেন। সবজি বিক্রি করে তার জীবিকা নির্বাহ হয়। ছেলে টোকাই হিসেবে বড় হয়।

ছবিতে কাজের দর্শক সাড়া নিয়ে রুনা খান বলেন, ‘ছবিটি যারা দেখেছেন, তাদের অনেকের সঙ্গেই আমার কথা হয়েছে। তারা বলেছেন ছবির নির্মাণশৈলী, শিল্পীদের অভিনয় তাদের ভালো লেগেছে। আমি নিজেও ছবিটি দেখেছি। ভালো কাজ হয়েছে। ছবিটি একজন দর্শক হিসেবে আমারও ভালো লেগেছে।’

এই ছবিতে কাজ করতে গিয়ে অনেক পরিশ্রম করেছেন রুনা খান। বস্তির প্রতিকূল পরিবেশে শুটিং করতে হয়েছে তাকে। রুনা আরও বলেন, ‘চার-পাঁচ দিন সকাল থেকে একেবারে রাত পর্যন্ত টানা তেজগাঁও রেললাইনের ধারের এক বস্তিতে আমি ছবিটির শুটিং করেছি। সেখানে কাজ করতে গিয়ে আমি দেখেছি বস্তির মধ্যে মানুষ কতটা মানবেতর জীবন যাপন করে। বস্তির মানুষের জীবনটা খুব কাছ থেকে দেখার সুযোগ পেলাম এই ছবিতে কাজ করে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা।’ -আমারসংবাদ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন