সাহিত্য ও কবিতা

নয় লাখ ছাড়ালো |||| বিশ্বজিৎ মানিক


নয় লাখ ছাড়ালো |||| বিশ্বজিৎ মানিক

নবম মাসের নয় তারিখ – রোজ বুধবার

পরিসংখ্যান যেমন করুণ – তেমন হতাশার।


করোনার শুরু ছিল – চীন দেশের উহান

পৃত্থি মাঝে বলি হলো – নয় লাখ প্রাণ।


চীন দেশে থেমে গেছে – সংক্রমণের হার

বিশ্বব্যাপী চলছে হতে – এ রোগের বিস্তার।


নয়টি দেশের মৃত্যু হার – ত্রিশ হাজারের বেশি

যুদ্ধ করতে তৈরী করে – তারা শুধু অসি।


রোগীর সংখ্যা পাঁচ লাখ উর্দ্ধ – নয়টি দেশের

প্রতিরোধের ঔষধ নেই – বড়াই তাদের কিসের?


মতানৈক্য হলেই তারা – করে যুদ্ধের সাজ

বড়ো বড়ো বিশ্বনেতা – গেলো কোথা আজ?


বিনা যুদ্ধে কেউ দেবে না – সূচাগ্র মেদিনী

ধ্বংসস্তূপ দিচ্ছে করে – করোনায় ধরণী।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা নামে – আছে প্রতিষ্ঠান

ঔষধ তৈরী কল্পে বসে – করছে শুধু ধ্যান।


সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র – অস্ত্র ভাণ্ডার আছে

সে দেশেরও মৃত্যু সংখ্যা – দুই লাখের কাছে।


হতবিহ্বল হয়ে পরি – বাঁচবো কেমন করে?

আমার দেশেও কতো মানুষ – প্রতিদিনই মরে।


হতাশায় জীবনযাত্রা – করছে জনগণ

আতঙ্ক আর উৎকণ্ঠায় – চলছে প্রতিক্ষণ।


নিয়মের মাঝেই ছিল – প্রথম দিকে সবাই

দেখছি এখন চলাচলে – আগের নিয়ম নাই।


প্রতিদিনই চলছে বেড়ে – সংক্রমণের হার

প্রতিষেধক হবে কবে – দেশে আবিস্কার?


চাষির ঘরের ধানের ভাড়ার – ভরবে আবার কবে?

আবার কখন সংক্রমণ আর – মৃত্যু ঝুঁকি যাবে?


কবে আবার সবার মুখে – উঠবে ফুটে হাসি?

রাখাল কবে বাজাবে আর – প্রাণ জুড়ানো বাঁশি?


ছেলে মেয়ের স্কুল কলেজ – খুলবে কবে আবার?

এসব প্রশ্ন জাগছে মনে – উঁকি দিয়ে সবার।


বিশ্বের নেতাদের – করছি অনুরোধ

অস্ত্র আর বানিয়ো না – জীবন করতে রোধ।


সৃষ্টির সেরা জীব – মানুষদের জন্য
প্রতিষেধক তৈরী করে – হয়ে যাও ধন্য।

০৯/০৯/২০২০ খ্রিস্টাব্দ।
সংবাদটি শেয়ার করুন