নার্স নিয়ে কবিতা – করোনা যোদ্ধা ‘নার্স’ – বিশ্বজিৎ মানিক
গতকাল নাকি ছিল – বিশ্ব নার্স দিবস?
ফেসবুকে পোস্ট দেখে – হ’য়ে যাই বিরস।
বিরসতার কারণ হলো – সময়ে না আসা
বিলম্বে আসা হলেও – জানাই ভালোবাসা।
করোনার কালে যাঁরা – সম্মুখ সমরে
তাঁদের কথা, না বলে – যাই কেমন করে?
নার্স মানে হলো এক – নিবেদিত প্রাণ
অকাতরে করে যাঁরা – জনসেবা দান।
বাংলায় বলা হয় – এঁদেরে সেবিকা
পেশাতে’ই শুধু নয় – যাদের জীবিকা।
স্বাস্থ্যসেবায় নার্স হলো – কল্যাণ মূলক পেশা
নার্সের সাথেই হয় – রোগীদের মেশা।
মানবতার সেবায় যাদের – বিরল অবদান
কেহ কি আর দিতে পারি – তার প্রতিদান?
নার্সদেরে সকলেই – দিদি বলে ডাকি
দ্বায়িত্ব পালনে তাঁরা – দেয় না তো ফাঁকি।
সিস্টার বলেও তাঁদের – কভু ডাকা হয়
আমাদেরই লোক তাঁরা – ভিন্ন কেহ নয়।
সেবায় অনন্য, তাঁদের – করো ভগ্নি জ্ঞান
মূল্যায়ণ করেনা যারা – পশুর সমান।
কর্তব্য কর্মে, থাকে তাঁরা – সদা অবিচল
চিকিৎসালয় তাঁদের জন্যই – আছে হয়ে সচল।
সেবার অনন্য দ্বায়িত্ব – করে যাঁরা পালন
তাঁদেরে করতেই হবে – সমাদরে লালন।
করোনা যোদ্ধা নার্স
করোনা যোদ্ধা ‘নার্স’ – নার্স নিয়ে কবিতা – বিশ্বজিৎ মানিক
১৩/০৫/২০২০ খ্রিস্টাব্দ।