নিউইয়র্কের পরিচিত মুখ গোপাল দত্ত করোনায় মৃত্যু ।। প্রবাসীদের শোকের ছায়া। নিউইর্কের বাসিন্দা প্রবাসীদের প্রিয় মুখ, সুপরিচিত ব্যক্তিত্ব ব্যবসায়ি গোপাল দত্ত আর নেই চলে গেছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে। শনিবার ১৮ এপ্রিল সকাল ৬টা ১৩মিনিটে লং আইল্যান্ডের ‘এলআইজে’ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে গোপাল দত্ত স্ত্রী ও দুই পুত্রকন্যা রেখে গেছেন। বেশ কয়েকদিন যাবৎ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায়ই মৃত্যুবরণ করেন। তাঁর স্ত্রী ও করোনায় আক্রান্ত হয়ে নিজ ঘরে আইসোলেশনে রয়েছেন।
প্রবাসীদের কাছে অত্যন্ত সজ্জন, নম্র, বিনয়ী, সদা হাস্যোজ্জ্বল, বন্ধুবৎসল এবং পরোপকারী হিসেবে সবার কাছে পরিচিত। কমিউনিটির যেকোন বিপদ-আপদে সাহায্যের হাত প্রসারিত করতেন। বেকার বাংলাদেশিদেরকে চাকুরি দিয়ে সাহায্য করেছেন। গোপাল দত্তের অকাল প্রয়াণে দেশে বিদেশে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং পরিচিতজনদের সোশ্যাল মিডিয়াতে পোষ্টকরা গভীর শ্রদ্ধা আর শোক পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অসংখ্য শোকগাথাই বলে দেয় তিনি কত প্রিয় ছিলেন মানুষের হৃদয়ে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে শনিবার করোনায় ১০ বাংলাদেশী মারা গেছেন।আর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট ১৬৭
বাংলাদেশী মারা গেছেন।। প্রতিদিনই পরিচিতমুখগুলো হারিয়ে যাচ্ছেন কোভিড-১৯ করোনাভাইরাসের ছোবলে। এখনো যুক্তরাষ্ট্রে প্রচুর বাংলাদেশি সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন