নিউইয়র্কে মৃত্যুর মিছিলে সুজাউর রেজা চৌধুরী, মোশারফ হোসেন ও প্রিয়ম বণিক
একইদিন নিউইয়র্কে প্রবাসীদের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে করোনার বলি হলো ১৩ বছরের বালক প্রিয়ম বণিক।হবিগঞ্জের বগলাবাজারের সাবেক স্বর্ণ ব্যবসায়ী এবং ব্রঙ্কসের বাসিন্দা সুনিল বণিকের ছেলে প্রিয়মের মৃত্যু সংবাদে কমিউনিটিতে নতুন করে শংকা দেখা দিয়েছে। শ্বাসকষ্টজনিত কারণে তাকে ৩৩ দিন আগে ব্রঙ্কসের মন্টিফিউর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ও প্রবাসি শরিয়তপুর সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মোশারফ হোসেন দেওয়ান জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় মারা গেছেন মঙ্গলবার দিবাগত রাতে। একইদিন কুইন্সের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন কুলসুম বেগম (৬৫)।
নিউইয়র্কে মৃত্যুর মিছিলে আরও ৫ বাংলাদেশি মৃত্যু হওয়াতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিদিন মৃত্যুর বহর যেনো বেড়েই চলছে।
এদিকে, বুধবার দুপুরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংকালে নিউইয়র্কের গভর্নর এ্যান্ড্রু ক্যুমো বলেছেন, গত ২৪ ঘণ্টায় এ স্টেটে মারা গেছে আরো ৩৩০ জন। আগের দিনের তুলনায় ৫ জন কম। এভাবেই প্রতিদিনই মৃত্যুর হার কমছে। একইসাথে হাসপাতালে ভর্তি এবং আইসিইউতে যাবার সংখ্যাও কমেছে। জন হপকিন্স ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ নিয়ে বুধবার রাত ১১টা পর্যন্ত নিউইয়র্ক স্টেটে মারা গেলো ২৩৪৭৪। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ১৫৮। এ সময়ে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৬১৬৫৬ জন। -বিডি-প্রতিদিন
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন