ফিচার্ড বিশ্ব

নিরাপত্তা বেস্টনি ভেদ করে দিল্লির বাংলাদেশ মিশনে আক্রমণ, দূতকে হত্যার হুমকি

bangladesh-highcomission-delhi

ক্রমেই উত্তেজনা বাড়ছে বাংলাদেশ-ভারত সম্পর্কে। দুইপ্রান্তের নানা ঘটনা পরিস্থিতিকে বিষিয়ে তুলছে। গত রাতে নজিরবিহীনভাবে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন অবধি পৌঁছে গেছে উগ্রপন্থিরা। নিরাপত্তা বেস্টনি ভেদ করে তারা বাংলাদেশ হাউজের গেটে গিয়ে বিক্ষোভ করে। সেখান থেকে বাংলাদেশ দূতকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

সূত্রমতে, শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে একদল উগ্রপন্থি বাংলাদেশ হাউসের মূল ফটকে অবস্থান নেয়। তাদের দেশটির নিরাপত্তা বাহিনীর কোনো রকম বাধার মুখে পড়তে হয়নি।

এ সময় তারা গেটে দাঁড়িয়েই বাংলাদেশবিরোধী নানা স্লোগান দেয়। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দেয়।

অনাকাঙ্ক্ষিত ওই ঘটনা সম্পর্কে অন্তবর্তীকালীন সরকার অবহিত হলেও দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো প্রতিবাদ জানানো হয়েছে কি-না নিশ্চিত হওয়া যায়নি।

স্মরণ করা যায়, বাংলাদেশ এবং ভারত উভয় সরকারের তরফেই বিদেশি কূটনৈতিক মিশন এবং দেশগুলোর দূতদের নিরাপত্তা নিশ্ছিদ্র করার বাধ্যবাধকতা রয়েছে।

সূত্র: মানবজমিন

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন