ভ্রমণ

জরিপে নিরাপদ দেশের শীর্ষে আমিরাত ও সৌদি আরব

নিরাপদ দেশের শীর্ষে

জরিপে নিরাপদ দেশের শীর্ষে আমিরাত ও সৌদি আরব

বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে আরব আমিরাত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কটি দেশ।

গ্লোবাল গ্যালাপ পোল-এর নিরাপত্তা বিষয়ক এক জরিপে এ তথ্য প্রকাশ পায়। ২০২০ সালে বিশ্বের ১৪৪টি দেশ নিয়ে জরিপ চালায় গ্যালাপ।

স্থানীয় পুলিশের প্রতি মানুষের আস্থা, রাতে একাকী হাটার সময় নিরাপত্তা অনুভব এবং হামলার ও ছিনতাইয়ের শিকার বিষয়ক প্রশ্নের ভিত্তিতে মানুষের ব্যক্তিগত নিরাপত্তার জরিপ করা হয়।

জরিপে অন্যান্য বছরের মতো নিরাপদ দেশের শীর্ষে আছে সিঙ্গাপুর। পাশাপাশি আছে তুর্কমেনিস্তান। দ্বিতীয় অবস্থানে আছে চীন। আয়ারল্যান্ড ও কুয়েত তৃতীয়তে।

চতুর্থ স্থানে সংযুক্ত আরব আমিরাতসহ অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও উজবেকিস্তান। সপ্তম স্থানে আছে সৌদি আরব, মিসর ও ইন্দোনেশিয়া।

জরিপে সবচেয়ে অনিরাপদ দেশ হিসেবে চিহ্নিত হয়, ভেনিজুয়েলা, গ্যাবন, আফগানিস্তান।

এছাড়া মধ্যপ্রাচ্যের অনিরাপদ দেশে হিসেবে আছে, লিবিয়া, মরক্কো ও ইয়েমেন। এর মধ্যে লিবিয়া ও ইয়েমেনে গৃহযুদ্ধ চলমান।

জরিপে অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন ছিল, আপনার বসবাসের এলাকা রাতে একাকী হাটলে আপনি নিরপত্তা অনুভব করেন? বিগত ১২ মাসে আপনি কি হামলা বা ছিনতাইয়ের শিকার হয়েছেন? আপনার বসবাসের এলাকায় স্থানীয় পুলিশের প্রতি আপনি কি আস্থাশীল?

উল্লেখ্য, গ্যালপ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক বিশ্লেষণ, পরামর্শ ও জরিপকারী একটি প্রতিষ্ঠান। বিভিন্ন ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশের জরিপ পরিচালনা করে।

সূত্র : আল আরাবিয়া | কালের কন্ঠ

 

এসএস/সিএ

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন