ফিচার্ড সাহিত্য ও কবিতা

নীপবীথিকায় ||||  বিপ্লব ঘোষ

নীপবীথিকায় ||||  বিপ্লব ঘোষ

 শ্রাবণ এল। কয়েকদিন ধরে কদমফুলের গন্ধ ভেসে আসছে। সেই কবেকার দিনও এসেছে কদম সাথে করে। ছোটবেলায় বাড়ির সামনে এক পাঁচিল ঘেরা জায়গাতেই একটা গাছ চোখের সামনে.লম্বা হয়ে বিরাট আকার ধারণ করল।তার আগে জানতাম না এই সেই নীপ– যে গান শুনে পরে কত কেঁদেছি। 
এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে
……….
তুমি চলে গেছো ধীরে ধীরে সিক্ত সমীরে 
পিছনে নীপবীথিকায়।রৌদ্রছায়া যায় ফেলে
 
রবীন্দ্রনাথের গানে নীপবীথিকার কথা আছে।
তখন কোথাও তেমন এই গাছ খেয়াল করিনি। হয়ত কোন পাখি ফেলে গেছে।ওই যৌবনে কদম গাছ মানেই রাধাকৃষ্ণ প্রেম। তখন আমার পঁচিশ। কালের যাত্রায় একদিন সব ছেড়ে অন্য ঠিকানায়।আজ জীবন উপান্তে  এসে কদমফুলের গন্ধ নিয়ে যায় সুদূরের অতীতে।যেখানেই আমার প্রেম, কর্মের শুরু।
জানিনা সেই গাছটি আজো আছে কিনা ! মনের মধ্যে চিরদিন স্মৃতি হয়ে থাকবে। যখন মন বেদনায় ভরে যায় তখন এই গান শুনে মনকে মনের এক জানালা খুলে যায়। সেদিন আর ফিরবে না। যেমন ফিরবে না ওরা। এই কদম, গান ও প্রিয়জন মিলে এই আমার শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত। আষাঢ়ের শেষে অপেক্ষায় থাকি।চোখে জল এলে বৃষ্টিতে শুকিয়ে নেব।
 
——–
 
মৃত্যুই সত্য 
একেক সময় মনে হয়
সমুদ্রের মতো
বেলাশেষে সব ফিরে আসে
সেই কদমগাছ
সেই নাম –যে আমার বনলতা সেন
কিম্বা ছোটবেলার আলো ধোওয়া স্বপ্ন 
বাগানঘেরা নিজের বাড়ি
কন্যাকুমারী থেকে কত নদী পাহাড়
শুধু মৃত্যু একবার এলে…
সংবাদটি শেয়ার করুন