দেশের সংবাদ ফিচার্ড

পরাজয় মানতে না পেরে ক্ষুদে ব্রাজিলভক্তের অনশন

পরাজয় মানতে না পেরে ক্ষুদে ব্রাজিলভক্তের অনশন

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক শিরোপা জিতল আর্জেন্টিনা। মেসিও পেলেন প্রথম আন্তর্জাতিক শিরোপা।

আনহেল দি মারিয়ার করা একমাত্র গোলে কোপা আমেরিকার ফাইনালে লিড নেয় লিওনেল মেসির দল। আর এই এক গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ফলাফল।

আর্জেন্টিনার কাছে প্রিয় দল ব্রাজিলের পরাজয় মেনে নিতে না পেরে অনশন করেছে এক শিশু। ৯ বছর বয়সী ওই শিশুর নাম সামীর। সে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার ২নং ওয়াডের বাসিন্দা মতিন মিয়ার ছেলে।

আজ ব্রাজিল হারার পর সে নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর থেকে সে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়ে অনশন শুরু করে। পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও কোনো উত্তর দেয়নি।

পরিবারের সদস্যরা জনান, সামীর একজন ব্রাজিলভক্ত। নেইমার তার প্রিয় খেলোয়ার। অনেক স্বপ্ন নিয়ে ফাইনাল খেলা দেখতে বসে। কোপা আমেরিকার ফাইনাল হারার পর থেকে নে অনশন শুরু করে। নিজ কক্ষে খাওয়া বন্ধ করে বসে থাকে। কয়েকবার চেষ্টা করেও তার অনশন ভাঙানো যায়নি।

এদিকে, বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়। সামীরকে দেখতে জানালা দিয়ে উঁকি দেয় অনেকে। বাড়িতে ভীড় জমে যায় মূহুর্তে।

কালের কন্ঠ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

আপনার মতামত দিন
সংবাদটি শেয়ার করুন