রকমারি

পুরুষ সেজে মেয়েকে বড় করছেন মা!

পুরুষ সেজে মেয়েকে বড় করছেন মা!

পুরুষ সেজে মেয়েকে বড় করছেন মা! পুরুষ সেজে এক মা তার নিজের মেয়েকে লালন-পালন করছেন। বিরল এ ঘটনাটি পাকিস্তানের। লাহোরের বাসিন্দা ফারহিন। এ লড়াইয়ে তাকে সাজতে হয়েছে পুরুষ, পরতে হয়েছে পুরুষের মতো পোশাকও।

জানা গেছে, লাহোরের আনারকলি বাজারে একটি দোকান চালান ফারহিন। ৯ বছরের মেয়েকে নিয়েই জগৎ তার। পরিবারে কোনও পুরুষ উপার্জনকারী নেই। ফারহিনকেই পরিশ্রম করতে হয় উদয়াস্ত। কিন্তু বাজারের মতো জনসমাগমপূর্ণ এলাকায় একজন নারী হিসেবে নিরাপদে কাজ করা মোটেই সহজ নয় সেখানে। তাই ফারহিন চুল কেটে ফেলেছেন ছোট করে। প্যান্ট পরে, পুরুষ সেজেই রোজ দোকানে বসেন তিনি। সারাদিন কাজ করে হোস্টেলে ফিরে পোশাক বদলান। ফারহিন একটি হোস্টেলেই থাকেন মেয়েকে নিয়ে।

পুরুষ সেজে মেয়েকে বড় করছেন মা!  যা অবিশ্বাস্য হলেও সত্য যে  তাই নয় সারাদিন বাজারে ব্যবসা করার পরে, সন্ধা বেলায় ট্যাক্সিচালক হিসেবে কাজ করেন ফারহিন। পাকিস্তানের মতো দেশে যেখানে নারীস্বাধীনতার আলো এখনও বেশ আবছা, সে দেশে ‘সিঙ্গল মাদার’ শব্দবন্ধটিই বিরল এবং চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জের মুখেই লড়াই করছেন লাহোরের বাসিন্দা ফারহিন।

আরও পড়ুনঃ

সর্বশেষ সংবাদ                                 

কানাডার সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − four =