রকমারি

চোখের নিচে কালচে দাগ কমানোর ঘরোয়া উপায়

ছবি সংগৃহীত

চোখের নিচে কালচে দাগ ও প্রলেপের সমস্যায় ভোগেন অনেকে। এই দাগ বিভিন্ন কারণে হতে পারে।

সাধারণত ঘুমের অনিয়ম, খাদ্যাভ্যাসে সমস্যা, বয়স ও জিনগত কারণেও ডার্ক সার্কেল দেখা দেয়। এতে চেহারার সৌন্দয যেমন নষ্ট হয়, তেমনি লাবণ্য হারায়। আর এই চোখের নিচে কালচে দাগের কারণে অনেকের বয়স বেড়ে যায়।

অধিকাংশ ক্ষেত্রে ত্বকের সঠিক পরিচর্যার অভাবে এই দাগ হতে পারে। তবে ঘরোয়া উপায়ে আপনি এই দাগ দূর করতে পারেন। ত্বকে ব্যবহার করতে পারেন টমেটো।

টমেটোর দুটি ভিন্ন ব্যবহার চোখের নিচে কালো দাগ কমাবে।

টমেটো ও অ্যালোভেরার মিশ্রণ

অ্যালোভেরা পাতার জেলে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি চোখের নিচের কালচে দাগ ও ফোলাভাব কমাতে সাহায্য করে।

যেভাবে ব্যবহার করবেন

একটি টমেটো ব্লেন্ড করে পেস্টটি একটি পাত্রে সংরক্ষণ করতে হবে। এতে অ্যালোভেরা জেল মিশিয়ে চোখের নিচের অংশে লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২-৩ দিন ব্যবহার করুন।

টমেটো ও লেবুর রসের মিশ্রণ

ত্বকের কালচে ভাব দূর করে উজ্জ্বল করে লেবু। এতে থাকা সাইট্রিক অ্যাসিড থেকে অ্যান্টি-এজিং এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ডার্ক সার্কেল হালকা করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে।

যেভাবে ব্যবহার করবেন

এক চা চামচ টমেটোর রস ও এক চা চামচ লেবুর রস একটি পাত্রে ভালোভাবে মিশিয়ে নিন। তুলার বল ডুবিয়ে মিশ্রণ পরিমাণমতো চোখের নিচে লাগিয়ে ১৫ মিনিট রাখার পর মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে। সপ্তাহে একবার ব্যবহারই যথেষ্ট।

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন